শ্রমশ্রী প্রকল্পে পাবে, প্রতিমাসে ৫ হাজার টাকা! আবেদন পদ্ধতি দেখে নাও—Shraamashree Prakalpo

Shraamashree Prakalpo— রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেবে। এটা নিয়ে নতুন একটা প্রকল্প চালু করেছে যাকে বলা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প! এককালীন ৫ হাজার টাকা সাথে মাসে মাসে ৫ হাজার টাকা পাবে এক বছর পর্যন্ত। অর্থাৎ, মোট ৬৫ হাজার টাকা আর্থিক সাহায্য ও অন্যান্য সুযোগ সুবিধা পাবে রাজ্য সরকারের তরফ থেকে।

আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব শ্রমশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবে? আবেদন ফর্ম কোথায় পাবে? ফর্ম কিভাবে ডাউনলোড করবে? কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে? ইত্যাদি!

শ্রমশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে?

প্রথমে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার ভাবে বলি—

এই প্রকল্পে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক আবেদন করতে পারবে। অর্থাৎ, যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে বা বিদেশে গিয়ে কাজ করছে, সেই সমস্ত শ্রমিকদের বলা হয় পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকেরা যখন রাজ্যে ফিরে আসবে, তখন এককালীন ৫০০০/- টাকা ভ্রমণ ভাতা হিসেবে এবং তারপর থেকে আগামী এক বছর পর্যন্ত প্রতি মাসে ৫০০০/- টাকা করে টোটালি ৬০,০০০/- টাকা দেওয়া হবে।

এবার কেউ যদি বলে যে— ‘আমি পরিযায়ী শ্রমিক এবং আমি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চাই’। তাহলে আপনার কাছে প্রমাণ কি আছে? যে আপনি পরিযায়ী শ্রমিক?

তার মানে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে — পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। কিভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করবে? এর জন্য রাজ্য সরকারের একটা পোর্টাল চালু আছে, যেটি হল— karmasathips.wblabour.gov.in —এই পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম তুলতে হবে!

পরিযায়ী শ্রমিক আবেদন

আপনি অনলাইন ও অফলাইন দুইভাবেই পরিযায়ী শ্রমিক হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারেন।

অনলাইনে— প্রথমে, রাজ্যের পরিযায়ী শ্রমিকের কর্মসাথী পোর্টালে গিয়ে অনলাইনে ফর্ম পুরন করতে পারেন। এখানে ফর্ম ফিলাপ করার সময় ফোন নম্বর, ইমেল আইডি, কর্মস্থানের বিবরন, ব্যাঙ্ক একাউন্টের তথ্য, নমিনীর তথ্য দিয়ে ফর্ম জমা দেবেন।

অফলাইনে— এক্ষেত্রে, কর্মসাথী পোর্টাল থেকে PDF ফরম্যাটে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে হাতে-কলমে ফর্ম পুরন করবেন। এরপরে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জেরক্স করে নিজের ব্লক অফিসে, পঞ্চায়েতে বা দুয়ারে সরকার অথবা আমাদের পাড়া সমাধান ক্যাম্পে গিয়ে জমা দেবেন।

অনলাইন/অফলাইন আবেদন ফর্মে কি কি তথ্য দিতে হবে

  • একটা পাসপোর্ট সাইজ ছবি।
  • আবেদনকারীর নাম ও পদবী।
  • মোবাইল নম্বর।
  • আবেদনকারীর বাবা অথবা স্বামীর নাম (মেয়ে হলে)।
  • আপনার লিঙ্গ কি আছে? পুরুষ, মহিলা বা অন্যান্য।
  • আপনার ধর্ম লিখবেন হিন্দু/মুসলিম অন্যান্য।
  • জাতি (Caste) SC/ST/OBC/GENERAL
  • জন্ম তারিখ, ইমারজেন্সি ফোন নাম্বার।
  • আধার কার্ড, খাদ্যসাথী, ভোটার কার্ডের নম্বর।

আবেদন ফর্ম জমা দেওয়ার কিছুদিনের মধ্যে ভেরিফিকেশন হবে এবং আপনার নাম পরিযায়ী শ্রমিক প্রকল্পে উঠে যাবে। তারপরে যখন শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু হবে তখন আপনি আবেদন করতে পারবেন। এবার শ্রমশ্রী প্রকল্পের আবেদন কিভাবে করবেন? কবে থেকে শুরু হবে?

সবেমাত্র শ্রমশ্রী প্রকল্পের সরকারি অ্যাপ চালু হয়েছে। যা আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন— Download Shramshree APP

এখনো পর্যন্ত অফিশিয়াল পোর্টালে লঞ্চ হয়নি। তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই এই স্কীমের আবেদন গ্রহন শুরু হবে।

শ্রমশ্রী প্রকল্পের অন্যান্য সুবিধা

এককালীন ভ্রমণ ভাতা— পরিযায়ী শ্রমিক বর্তমানে যে স্থানে কাজ করছেন, সেখান থেকে রাজ্যে ফেরার জন্য শ্রমিকেরা এককালীন ৫০০০/- টাকা ভ্রমনভাতা হিসেবে দেওয়া হবে।

মাসিক আর্থিক সহায়তা— রাজ্যে ফিরে এসে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত, প্রতিমাসে ৫০০০/- টাকা ভাতা আগামী ১ বছর পর্যন্ত পাবে। সবমিলিয়ে মোট ৬৫ হাজার টাকা পাবে।

বিনামূল্যে রেশন— চাল-ডাল সহ অন্যান্য রেশন খাদ্যসামগ্রী বিনামুল্যে পাবেন, খাদ্যসাথী কার্ডের মাধ্যমে!

বিনামূল্যে স্বাস্থ্যসেবা— পরিবারের সমস্ত সদস্যরা সর্বচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে।

দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ— রাজ্যের চালু থাকা উৎকর্ষ বাংলা স্কীমের মাধ্যমে বিভিন্ন সেক্টরে স্কিল ডেভলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মসংস্থান সুযোগ— কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ করে দেওয়া হবে।

সহজ ঋণের সুবিধা— ছোট ব্যবসা শুরু করতে চাইলে সহজ শর্তে লোন দেওয়া হবে।

শিক্ষা সহায়তা— পরিযায়ী শ্রমিকদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ ও স্কলারশিপ দেওয়া হবে। যেমন- কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রুপশ্রী, যুবশ্রী ইত্যাদি।

— সবশেষে বলা যায়, যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান, তাদের বর্তমানে অপেক্ষা করতে হবে! যখনই এই স্কীম চালু হবে আমাদের এই পোর্টালে তার তথ্য পেয়ে যাবেন অথবা Verified Job-এর ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন।

Also Read—

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।