30 টাকায় তৈরি মাল, 100 টাকা বিক্রি! মাসে ১.৫ লক্ষ আয়ের গোপন ফর্মুলা। —Slipper Making Business

Slipper Making Business — যেকোনো মানুষের বেঁচে থাকার সবথেকে বড় সঙ্গী তার কষ্টার্জিত অর্থ। টাকা ছাড়া আজকের দিনে এক পাও চলা সম্ভব নয়। পাশাপাশি দেশ জুড়ে মূল্য বৃদ্ধির বাজারে আপনি যদি সঠিক পরিমাণে রোজগার করতে না পারেন, তাহলে সংসার পরিবার তো অনেক দূরের কথা, নিজের ভরণপোষণ এর ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন আপনি। এই কারণেই বর্তমানে বিপুল পরিমাণে যুবক-যুবতী চাকরির দিক থেকে আগ্রহ হারিয়ে ব্যবসার সুযোগ খুঁজছেন।

আর আপনাদের জন্যই আপনাদের পাশে থেকে দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business Idea) নিয়ে হাজির হচ্ছি আমরা। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা এমন এক ব্যবসার আইডিয়া আপনাদের দিতে চলেছি, যেখানে মাত্র ৩০ টাকায় জিনিস তৈরি করে ১০০ টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার লাভের পরিমাণ হবে নগদ ৭০ টাকা। এই ভাবেই এক মাসে লক্ষাধিক টাকা রোজগার করা সম্ভব। এই দুর্দান্ত ব্যবসার আইডিয়া জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।

স্লিপার মেকিং ব্যবসার আইডিয়া

বর্তমানে যেহেতু চাকরি ছেড়ে অনেকেই ব্যবসার দিকে মনোনিবেশ করছেন, তাই এমন কিছু ব্যবসার আইডিয়া খুঁজে বার করতে হবে যেখানে আপনি ক্ষতি থেকে লাভ করবেন বেশি। এর জন্য অবশ্যই জনপ্রিয় কিছু ব্যবসার তালিকা তৈরি করে নিজের পছন্দমত উপায়টিকে বেছে নিতে পারেন। কোন বিনিয়োগের দ্রুত লাভ করার ক্ষেত্রে দুর্দান্ত ব্যবসার বিকল্প হল- স্লিপার তৈরির ব্যবসা (Slipper Business Idea)।

স্লিপার মেকিং ব্যবসা কেন বেছে নেবে?

১) স্লিপার বা চটি গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতকাল সবসময়ই দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজন হয়ে থাকে। প্রায় প্রতিটি বাড়িতেই আমরা স্লিপার ব্যবহার করে থাকি। তাই সারা বছর ধরেই এই জিনিসের বিপুল পরিমাণে চাহিদা থাকে।

২) বর্তমানে ফ্যাশন এবং স্টাইলের সংযোজনের নিত্যনতুন ডিজাইনার স্লিপার তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। এই ধরনের স্লিপার গুলি বর্তমানে অধিক পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে।

৩) স্লিপার তৈরির ক্ষেত্রে বড় বড় ব্র্যান্ড থাকলেও বর্তমানে স্থানীয় বাজারে এই ব্যবসায় নিযুক্ত মানুষের সংখ্যা অত্যন্ত কম। তাই আপনি অবশ্যই সুযোগ থাকতে এই ব্যবসা শুরু করে লাভ করে নিতে পারেন।

৪) স্লিপার তৈরির ক্ষেত্রে খরচ অত্যন্ত কম কিন্তু বিক্রয় করার মূল্য অনেক বেশি হয়ে থাকে। এর ফলে অধিক পরিমাণে লাভ করা সম্ভব।

স্লিপার মেকিং ব্যবসার টিপস

যেকোনো ব্যবসার শুরু করার ক্ষেত্রেই অবশ্যই বাজারের সেই জিনিসটির কতটা পরিমাণে চাহিদা রয়েছে এবং বাজার মূল্য ইত্যাদি বিষয়ে গবেষণা করে তবেই ব্যবসা শুরু করা উচিত। স্লিপারের ব্যবসার ক্ষেত্রেও আপনাকে
স্থানীয় বাজারের চাহিদা বুঝে নিতে হবে,

স্থানীয় বাজারের দাম এবং সেই দামের বিনিময়ে তাদের মুনাফার বিষয়টিও ভালোভাবে দেখে জেনে নিতে হবে,

আপনার স্থানীয় এলাকায় এই ব্যবসার সঙ্গে জড়িত প্রতিযোগীর সংখ্যা এবং তারা ঠিক কোন উপায়ে পণ্য বিক্রি করছে সেই সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

ব্যবসা সংক্রান্ত যাবতীয় গবেষণার পর অবশ্যই আপনাকে স্লিপার বানানোর জন্য বেশ কিছু মেশিন বা কাঁচামাল সংগ্রহ করে নিতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা বিনিয়োগ করতে হবে। ব্যবসার শুরুতেই বিনিয়োগ হিসাবে কয়েকটি মেশিন আপনাকে সবার প্রথমে কিনতে হবে। এগুলি হল—

  • কাটিং ও মোল্ডিং মেশিন,
  • অ্যাসেম্বলিং মেশিন,
  • ফিনিশিং মেশিন,
  • অটোমেটিক মেশিন।

এরপরেই প্রয়োজন হবে বেশ কিছু কাঁচামালের। এই সমস্ত কাঁচামালের সাহায্যে আপনি স্লিপার তৈরি করতে পারবেন। স্লিপার তৈরির কাঁচামাল হিসাবে—

  • রাবার সোল,
  • সিন্থেটিক লেদার,
  • ইভা ফোম শিট,
  • পিভিসি সোল,
  • লাইলন বেল্ট ও রাবার স্ট্রাপ,
  • আঠা,
  • প্যাকেজিংয়ের জন্য পলিব্যাগ বা বক্স ইত্যাদি কিনতে হবে।

স্লিপার তৈরির ব্যবসায় মোট বিনিয়োগ

প্রাথমিকভাবে বিভিন্ন মেশিন কেনার ক্ষেত্রে আপনাকে ন্যূনতম ৩ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকার মতো বিনিয়োগ করতে হবে। এরপরে বিভিন্ন কাঁচামাল বাবদ ২০,০০০ টাকা, স্লিপার তৈরির ওয়ার্কশপ সেটআপের জন্য ৮০,০০০ টাকা, শ্রমিকের বেতন ৩০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনার মোট খরচের পরিমাণ হবে- ৫,০০,০০০ টাকার কাছাকাছি।

স্লিপার ব্যবসায় লাভ

স্লিপার তৈরীর ক্ষেত্রে খরচ অত্যন্ত কম হয়ে থাকে। একজোড়া স্লিপার তৈরি করতে মোট খরচ ৩০ টাকার কাছাকাছি হয়। সেই একজোড়া স্লিপার বিক্রি হয় ১০০ টাকা বা তার বেশি দামে। অর্থাৎ একটি স্লিপার বিক্রি করেই আপনার লাভ হবে ৭০ টাকা। এভাবেই আপনি দিনে ১০০ জোড়া স্লিপার তৈরি করে বিক্রি করতে পারলে প্রতিদিন আপনার লাভের পরিমাণ হবে ৭,০০০ টাকা, অর্থাৎ মাসিক লাভ ১,৫০,০০০ টাকা।

স্লিপার ব্যবসার মার্কেটিং কৌশল

বর্তমানে বিভিন্ন ডিজাইনের স্লিপারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অধিক পরিমাণে লাভ এবং অধিক ব্যক্তির জন্য আপনি প্রয়োজনে অনলাইন মার্কেটিং এর সুযোগ নিতে পারেন। পাশাপাশি আপনার লোকাল এলাকায় পাইকারি ক্রেতাদের সাথে যোগাযোগ করে হোলসেলে স্লিপার বিক্রি করে অধিক পরিমাণে লাভ করতে পারবেন। ব্যবসা শুরু করার আগে অবশ্যই মার্কেটিং কৌশল গুলি ভালোভাবে বুঝে তবেই ব্যবসা শুরু করবেন।

Also Read— 

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।