Teacher Recruitment: সরকারি স্কুলে ৭২৬৭ পদে, অ-শিক্ষক ও শিক্ষক নিয়োগ! জানুন বিস্তারিত তথ্য।

Teacher Recruitment:— পড়াশুনার পর্ব মিটতেই শুরু হয়ে যায় নতুন জীবন সংগ্রাম। তখন শুধু একটাই লক্ষ্য, যে কোনো ভাবে একটি চাকরি (Government Jobs) যোগাড় করে নেওয়া। যাদের উদ্দেশ্য অন্তত শিক্ষা ক্ষেত্রে কোনো চাকরি বা কাজকর্ম করার, তাদের জন্য এবার রয়েছে বিরাট সুখবর। সেই সুযোগ এনে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বর্তমান সময়ে দেশ জুড়ে সবচেয়ে মাথাচাড়া দেওয়া সমস্যাটির নাম হল- চাকরি বা কাজের অভাব (Unemployment) সরকারি ক্ষেত্রে এই মুহূর্তে কাজের সুযোগ প্রায় সীমিত। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো সংস্থায় যদি শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে চাকরি করা যেতে পারে, তাহলে তা একজন চাকরি প্রার্থীর কাছে যথেষ্ট আনন্দের খবর। এবার সেই বিষয়েই স্পষ্টভাবে এই প্রতিবেদনে জানানো হবে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আদিবাসী বিষয়ক মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (National Education Society for Tribal Students) দ্বারা পরিচালিত হয়ে থাকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRS) এই ই.এম.আর.এস স্কুলগুলিতে এবার প্রচুর সংখ্যায় শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার তরফে যে নির্দেশিকা জারি হয়েছে, তা বিস্তারিতভাবে চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য এখানে পর্যায়ক্রমে তুলে ধরা হলো। একনজরে দেখে নেওয়া যাক, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে বিপুল সংখ্যায় এই টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

যারা শিক্ষাক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আবেদন করতে পারেন। যারা ই এম আর এসে আবেদন করবেন, তাদের জন্য প্রথমেই নির্দিষ্ট সময়সীমার উল্লেখ করা হচ্ছে।

আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ১৯ সেপ্টেম্বর ২০২৫ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই।
অনলাইনে আবেদনের শেষ তারিখ২৩ অক্টোবর ২০২৫

কোন কোন পদে নিয়োগ হচ্ছে?

EMRS-এ টিচিং এবং নন টিচিং, উভয় ক্ষেত্রেই বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেটা একবার দেখে নেওয়া যাক:

  • প্রিন্সিপাল
  • Post graduate teacher (PGT)
  • ট্রেনড গ্র‍্যাজুয়েট টিচার (TGT)
  • অ্যাকাউন্টেন্ট
  • ল্যাব অ্যাটেনডেন্ট
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
  • হোস্টেল ওয়ার্ডেন
  • আরো অন্যান্য কিছু শূন্য পদে নিয়োগ হবে!

EMRS-এ নিয়োগের জন্য প্রকাশিত মোট শূন্য পদের সংখ্যা হল ৭২৬৭ —দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে সমস্ত EMRS স্কুলগুলি রয়েছে, সেখানেই এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু বিভিন্ন ধরনের শূন্য পদ রয়েছে, তাই সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার নিরিখেও ভিন্নতা রয়েছে।

প্রিন্সিপাল:— যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রির সঙ্গে বি.এড এবং শিক্ষকতা ও প্রশাসনিক কাজে অভিজ্ঞতার প্রয়োজন।

পোস্ট গ্রাজুয়েট টিচার:— এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির সাথে বিএড থাকতে হবে।

ট্রেনড গ্র্যাজুয়েট টিচার:— এই পদেও সমানভাবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রির সঙ্গে বি.এড এবং CTET/TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যে সমস্ত পদ রয়েছে:— সেক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে।

EMRS-এর নিয়োগের এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জানতে হলে ই এম আর এস এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

বয়সসীমা

সমস্ত শূন্যপদের ক্ষেত্রেই সাধারণত ১৮ বছর থেকে ৫০ বছর বয়স সীমা নির্ধারণ করা রয়েছে। তবে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ Reservation Category-র জন্য, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

১) লিখিত পরীক্ষা:— এই পরীক্ষায় শিক্ষাদানের যোগ্যতা, সাধারণ জ্ঞান, রিজনিং এবং সংশ্লিষ্ট বিষয়ের উপরে বিভিন্ন প্রশ্ন থাকবে।

২) সাক্ষাৎকার বা Interview:— সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবেন, তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

৩) ডকুমেন্ট যাচাই:— চূড়ান্ত নির্বাচন করার আগে সমস্ত প্রার্থীদের সব নথিপত্র যাচাই করে নেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন? (How to Apply)

  • প্রথমেই, EMRS-এর অফিসিয়াল ওয়েবসাইট nests.tribal.gov.in এখানে গিয়ে Log-in করতে হবে।
  • Recruitment অথবা Careers অপশনে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের লিংকে ক্লিক করুন।
  • অনলাইনে যথেষ্ট গুরুত্ব সহকারে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • যদি প্রয়োজন হয়, আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের প্রয়োজনের জন্য নিয়ে রাখবেন।

পরিশেষে আগ্রহী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখা দরকার, যত শীঘ্রই সম্ভব আবেদন করুন। নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেট একের পর এক সংশ্লিষ্ট ক্ষেত্রে হতে পারে, তা দেখার জন্য উপরে দেওয়া ইএমআরএস এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।