Skill Development Course:- তুমি কি একজন কলেজ স্টুডেন্ট? অথবা কলেজ শেষ করে নতুন কি করবে ভাবছো? বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কিছু কলেজ এবং ইউনিভার্সিটি The National Education Policy 2020 নিয়মানুসারে একাধিক বিষয়ের উপরে স্কিল সার্টিফিকেট কোর্স করাচ্ছে।
যারা বর্তমানে গ্রাজুয়েশনে পাঠরত বা যারা ইতিমধ্যে গ্রাজুয়েশন পাশ করে নিয়েছো – তারা সবাই এই স্কিল ডেভেলপমেন্ট কোর্স শিখতে পারো! কি কি কোর্স করানো হচ্ছে? কোথায় করানো হয় এই কোর্স? কিভাবে ক্লাস হয়? কোন কলেজের কোর্স ফি কত? —এই সমস্ত তথ্য বিশদে আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।
এই কোর্স গুলির মধ্যে যেকোন একটি করলে, তোমার বায়োডাটাতে একটি অতিরিক্ত স্কিল যুক্ত হবে। — যা ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে, ইন্টারভিউতে তোমাকে অনেকখানি এগিয়ে রাখবে বাকি প্রার্থীদের তুলনায়। এবং চাকরি পাবার পথ প্রশস্থ করবে।
কল্যাণী বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয়! নদিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ের উপর কোর্স রয়েছে। যা হল—
- Travel and Hospitality Industry
- Animation and Creative Design
- Pottery and Ceramic Designing
- Water and Soil Quality Testing & Environmental Management
- Film, Theatre, and Stage Performance
- Proofreading and Editing of Books, Magazines, and Journals
কোর্সের মাধ্যম— অনলাইন বা অফলাইন যেকোন মাধ্যমেই আবেদনকারীরা উপরে উল্লিখিত, এই সমস্ত বিষয়ে ক্লাস করতে পারে।
শিক্ষাগত যোগ্যতা— যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাঠরত ছাত্রছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে।
Read More:- আবেদন করলেই পাবে OASIS স্কলারশিপ! আবেদন প্রক্রিয়া, ডকুমেন্ট কি লাগবে?
কোর্স ফি— কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন ফি হয়ে থাকে! নুন্যতম এক হাজার টাকা থেকে সর্বচ্চ ১০ হাজার টাকার মধ্যে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পশ্চিম মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্কিল ডেভলপমেন্ট কোর্স উপলব্ধ রয়েছে—
- Artificial Intelligence for Everyone: ChatGPT
- Core and Applied Biotechnology
- Arts and Handicrafts
- Cybersecurity, Cybercrime, and Cyber Law
- English for All and Neuro-Linguistic Programming
- Creative Arts and Crafts
শিক্ষাগত যোগ্যতা— গ্রাজুয়েশন পাশ বা গ্রাজুয়েশন পাঠরত পড়ুয়ারা উপরে উল্লিখিত যেকোন কোর্স শিখতে পারবে।
কোর্স ফি— নুন্যতম ৩ হাজার টাকা থেকে সর্বচ্চ ১১ হাজার টাকা পর্যন্ত কোর্স অনুযায়ী ফি ধার্য করা হয়ে থাকে।
নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
আশা করি সবাই এই মুক্ত বিশ্ববিদ্যালয় (Open University) এর কথা শুনেছো। যারা রেগুলার কোন কোর্স করতে পারেনা, সেই সমস্ত প্রার্থীরা এই Netaji Subhash Open University থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশনের মতো বিভিন্ন কোর্স পাশ করে থাকে।
এইবার, এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কিল ডেভলপমেন্ট কোর্স শেখাচ্ছে। যেগুলি হল—
- Pre-Primary Teacher Education – Montessori (via Diploma and Advanced Diploma courses)
- Psychological Counselling
- Hospital Front Office Management
- Needlework and Knitting
- Applied Yoga and Naturopathy
- Fire Safety and Security Management
- Tailoring and Dress Designing
কোর্সের মাধ্যম— নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অনুমোদিত যেকোন স্টাডি সেন্টার থেকে এই কোর্সগুলি খুব সহজেই হাতে-কলমে শিখতে পারবে।
কোর্স ফি— যেহেতু এটি মুক্ত বিশ্ববিদ্যালয়, তাই এখানে কোর্স ফি একটু বেশি! নুন্যতম ৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বচ্চ ৭২ হাজার টাকা অবধি কোর্স অনুযায়ী ফি ধরা হয়ে থাকে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
আমরা যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, তারা কমবেশি হলেও জীবনে একবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি!
(মলিকুলার ডায়াগনস্টিকস) Molecular Diagnostics— যে সমস্ত পড়ুয়ারা জীবনবিজ্ঞান (Life Science) বা এই সংক্রান্ত কোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি পাশ করেছো — তারা এই কোর্সটি করে নিতে পারো।
এছাড়া, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে আর যে সমস্ত স্কিল সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে, তা হল— Local and Regional Languages (স্থানীয় ও আঞ্চলিক ভাষা), Journalism and Mass Communication (সাংবাদিকতা ও গণযোগাযোগ)।
কোর্স ফি— উপরে উল্লিখিত কোর্সগুলির ফি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যা ৩ হাজার টাকা থেকে শুরু করে, সর্বচ্চ ১০,০০০/- টাকার মধ্যে হয়ে থাকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়
বহুল জনপ্রিয় ও নামজাদা — যাদবপুর বিশ্ববিদ্যালয়! যা কলকাতার যাদবপুরের রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোডে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্সগুলি শেখানো হয়—
- Global Political Dynamics
- Role of Communication in Social Development
- Functional and Communicative English
- Herbal Medicine
- Editing and Publishing
কোর্সের মাধ্যম— বেশিরভাগ ক্ষেত্রেই অফলাইনেই এই প্রশিক্ষন করানো হয়ে থাকে। অর্থাৎ, কলেজে গিয়ে আবেদন করতে হয়। কিছু ক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায়।
Read More:- জিও সিম কার্ড থাকলেই পাবে, ৫ লক্ষ টাকা পর্যন্ত! কিভাবে পাবে দেখে নাও।
কোর্স ফি— ৩,০০০/- টাকা থেকে সর্বচ্চ ৩৩,০০০/- টাকার মধ্যে কোর্স ফি রয়েছে।
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়
কোর্স ফি— সবচাইতে কম খরচে শুধুমাত্র রাজ্যের এই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি বিষয়ে স্কিল ডেভলপমেন্ট কোর্স শিখতে পারবে। সর্বনিন্ম ২,১০০ টাকা থেকে ৩,৬০০ টাকার মধ্যে কোর্স ফি রাখা হয়েছে।
এখানে যে পাঁচটি কোর্স করা হয়, তা হল—
- Communicative English
- Spoken Sanskrit
- Spanish Language
- Folklore and Tribal Lore Studies
- Health and Counselling Services
কোর্সের মাধ্যম— ছাত্রছাত্রীরা নিজের বাড়িতে বসেই হাতের স্মার্টফোন ব্যবহার করেই অনলাইনে এই কোর্সগুলির ক্লাস করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য:- ২০ই আগস্টের মধ্যে অনলাইনে আবেদন সেরে ফেলতে হবে।
উপরে উল্লিখিত এই সবকটি কোর্সগুলির মধ্যে তুমি কোন কোর্সটি করতে আগ্রহী? এছাড়া, আর কোন কোর্স নিয়ে তুমি জানতে চাও? কমেন্টে জানাও! আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও!

