September Month Ration:- গরীব খেটে খাওয়া মানুষদের কথা ভেবে, এই সেপ্টেম্বর মাসে পুজোর আগেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যার মধ্যে বিনামুল্যে রেশনের সাথে নগদ ১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। যাদের কাছে রেশন কার্ড আছে এবং যারা বিনামুল্যে রেশন পরিষেবা পেয়ে থাকেন, তাদের জন্য এই বিশেষ সুবিধা থাকবে এই দুর্গাপুজোয়।
রাজ্য অভ্যন্তরীণ ও রাজ্যের বাইরে থাকা দরিদ্র মানুষদের, খাদ্য নিরাপত্তা ও আর্থিক স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য! চলুন জেনে নিই- কারা নগদ টাকা পাবে? চলতি বছরের সেপ্টেম্বর মাসে কোন কোন রেশন কার্ডে কতকেজি করে চাল, গম ও আটা পাবেন?
রেশন দ্রব্যের লিস্ট
রাজ্য ও কেন্দ্র সরকার আগস্ট মাসের অনুরুপ সেপ্টেম্বর মাসেও সমস্ত রেশন কার্ড ধারীদের, বিনামুল্যে রেশন দ্রব্য বিতরন করবে। অন্যান্য বারের মতো, এবারেও চাল, গম, আটা পেতে চলেছেন সমস্ত ক্যাটাগরির রেশন কার্ডে। তবে, কিছু পরিবর্তন এসেছে রেশনের পরিমানে।
আমরা সাধারনত, AAY, PHH ও SPHH, RKSY-I ও RKSY-II ক্যাটাগরির রেশন কার্ড ব্যবহার করে থাকি। চলুন, এক এক করে দেখে নিই- কোন ক্যাটাগরির কার্ডে, কত কেজি করে রেশন দ্রব্য বিনামুলে পাবেন?
AAY কার্ডে কত কেজি রেশন?
ভারতবর্ষের নিম্ন-মধ্যবিত্ত ও গরীব মানুষদের কাছে থাকে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড। সেপ্টেম্বর মাসেও এই কার্ডে প্রতিটি পরিবার সর্বচ্চ রেশন পাবেন। পরিবার পিছু, যা হল-
Read More:- কেন্দ্র সরকার বিনামুল্যে CSC ট্রেনিং ও সার্টিফিকেট দিচ্ছে! মাসে ৩০ হাজার আয়ের সুযোগ।
২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা, আটা না থাকলে বিকল্প হিসেবে ১৪ কেজি গম। যারা পাহাড়ি ও জঙ্গলমহল এলাকায় বসবাস করেন, তাদের জন্য রেশন দ্রব্য বাড়িয়ে দেবে।
PHH ও SPHH কার্ডে কত কেজি রেশন?
PHH (Priority Household) এবং SPHH (Special Priority Household) রেশন কার্ডধারীরা একই পরিমান রেশন দ্রব্য পাবে। যা হল- পরিবার পিছু তিন কেজি চাল এবং ২ কেজি গম, গম না থাকলে, সমপরিমান আটা দেওয়া হবে।
পাহাড়ি ও জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের জন্য এই বরাদ্দ রেশন দ্রব্যের সাথে অতিরিক্ত চালও দেওয়া হবে।
RKSY-I কার্ডে কত কেজি রেশন?
৫ কেজি করে চাল পাবে, যাদের কাছে RKSY-I ক্যাটাগরির রেশন কার্ড আছে। এখানে বলে রাখা ভালো RKSY-I রাজ্যের নিজস্ব খাদ্য প্রকল্প। এই কার্ডে কোনপ্রকার আটা বা গম দেওয়া হয়না। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে রেশনের পরিমান বাড়ানো হতে পারে।
RKSY-II কার্ডে কত কেজি রেশন?
রাজ্যের যে সমস্ত বাসিন্দারা মোটামুটি ভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল, যারা রেশনের উপর নির্ভর করে নেই। মুলত, তাদের কাছেই এই RKSY-II ক্যাটাগরির রেশন কার্ড থাকে। এই কার্ড থাকলে পরিবার পিছু ২ কেজি করে চাল দেওয়া হয়ে থাকে।
রেশনে ১ হাজার টাকা কারা পাবে?
ভারতের এক রাজ্য এবার বিনামুল্যে শুধু রেশন দ্রব্য নয় সাথে ১,০০০ টাকাও দিচ্ছে। এতে খাদ্য সুরক্ষার সাথে আর্থিক সুবিধাও নিশ্চিত হবে। ভারতের উড়িষ্যা রাজ্য এই সুবিধা দিচ্ছে, তাদের রাজ্যবাসীদের।
পশ্চিমবঙ্গ রাজ্যে এমনিতেও লক্ষীর ভান্ডার (Lokkhir Vandar) প্রকল্পে যথাক্রমে ১,০০০ এবং ১,২০০ টাকা দেওয়া হয়ে থাকে। তাই আলাদা করে রেশনের সাথে কোনপ্রকার টাকা দেবার কথা ঘোষনা করা হয়নি।

