আগস্ট মাস থেকে ফ্রি রেশন আর পাবেন না! এই কাজটি না করালে — Ration Card Ekyc Online

Ration Card Ekyc Online in West Bengal — সাধারণ ভারতীয় তথা নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার গুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা সম্পূর্ণ বিনামূল্যে রেশন বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। সমগ্র ভারতবর্ষের মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের তরফে ২০২০ সাল থেকে —  বিনামূল্যে চাল, ডাল, চিনি, আটা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সরবরাহ করা হয়। এর জন্য থাকতে হয় রেশন কার্ড।

তবে সম্প্রতি রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কাজ সঠিক সময়ের মধ্যে না করলে — কোটি কোটি ভারতবাসীর রেশন পরিষেবা একেবারেই বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র রেশন পরিষেবা নয়, বরং এই কাজ না করালে আপনার সম্পূর্ণ রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হতে পারে! তাই আর একদমই দেরি না করে আজকের প্রতিবেদন থেকে, রেশন পরিষেবার সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন।

রেশন কার্ডের নতুন নিয়ম— 

ভারতবর্ষের রেশন ব্যবস্থার দুর্নীতি আটকানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একটি বড় আপডেট নিয়ে আসা হয়েছে। যেখানে প্রত্যেকটা রেশন গ্রাহককে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের বায়োমেট্রিক সংযুক্তিকরণ বা eKYC করিয়ে নিতে হবে।

এই প্রক্রিয়া না করা থাকলে লক্ষ লক্ষ রেশন গ্রাহকের কার্ড বাতিল করে দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা গত বছর থেকেই সাধারণ মানুষকে জানিয়ে আসা হচ্ছে। eKYC না করার ফলে ইতিমধ্যেই কয়েক লক্ষ গ্রাহকের রেশন কার্ড বাতিল করেছে সরকার।

eKYC বাধ্যতামূলক কেন?

২০২০ সাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করছে কেন্দ্র সরকার। তবে বর্তমানে এই রেশন ব্যবস্থায় বিপুল পরিমাণে দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে! যেখানে অনেক অসাধু ব্যক্তি নিজেদের জাল রেশন কার্ড তৈরি করে সম্পূর্ণ অবৈধভাবে সরকারি এই সুবিধা গ্রহণ করছে।

এর ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ রেশন গ্রাহকদের। অর্থাৎ এই দুর্নীতির ফলে নিত্য-প্রয়োজনীয় জিনিসগুলি পাচ্ছেন না প্রকৃত উপভোক্তারা। এই ধরনের সমস্যা এবং জালিয়াতি দূর করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যেকটি রেশন গ্রাহককে শনাক্ত করা হচ্ছে।

মূলত সঠিক সুবিধা ভোগীদের কাছে রেশন ব্যবস্থার যাবতীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে eKYC বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে— 

  • জাল বা অবৈধ রেশন কার্ড সনাক্ত করা সম্ভব হবে।
  • প্রকৃত উপভোক্তাদের কাছে রেশনের সুযোগ-সুবিধা সঠিক সময়ে পৌঁছে যাবে।
  • রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

রেশন কার্ডে eKYC না করালে কী হবে?

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রেশন কার্ডের গ্রাহকদের eKYC প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্ত তারা তাদের রেশন কার্ডের সনাক্তকরণ বা eKYC করেননি, তাদের প্রাথমিকভাবে রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে এবং তার পরেও সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে স্থায়ী ভাবে বাতিল হবে রেশন কার্ডগুলি। এর ফলে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পরিষেবা থেকে বাতিল হবেন আপনি।

ইতিমধ্যেই দেশের লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত যে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের সঠিক পরিচয় পাওয়া যায়নি এবং যাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হওয়ার পরেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তাদের রেশন পরিষেবা থেকে বাদ দিয়েছে সরকার। আপনিও যদি এখনো পর্যন্ত আপনার রেশন কার্ডের eKYC প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই সেটি সেরে ফেলুন।

কিভাবে রেশন কার্ডের eKYC করবেন?

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের তথা বায়োমেট্রিক eKYC করার জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন জানানো যায়।

Ration Card Ekyc Online
Ration Card Ekyc Online

অনলাইন পদ্ধতি— 

ঘরে বসেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের বায়োমেট্রিক শনাক্তকরণ করা সম্ভব। এর জন্য আপনাকে রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে food.wb.gov.in —এ যেতে হবে।

  • অনলাইনের মাধ্যমে EKYC করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে।
  • ওয়েবসাইটে গিয়ে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার অপশনটি বেছে নিতে পারবেন।
  • এরপর রেশন কার্ড নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে OTP জন্য এপ্লাই করতে হবে।
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে যে OTP আসবে, এটি দিয়ে ভেরিফাই করে নিলেই eKYC সম্পন্ন হবে।

অফলাইন প্রক্রিয়া— 

  • অফলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য আপনাকে নিকটবর্তী রেশন ডিলারের কাছে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে eKYC করতে হবে।
  • এক্ষেত্রে, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকার প্রয়োজন নেই।

প্রয়োজনে জনসেবা কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টারে গিয়েও সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি করে নিতে পারেন।

Also Read— 

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।