পোল্ট্রি ফার্ম ব্যবসা করতে চাইলে, সরকার ৫০ হাজার টাকা লোন দিচ্ছে! Poultry Farm Loan Yojana

Poultry Farm Loan Yojana: আপনি কি ব্যবসার জন্য আগ্রহী? চাকরি ছেড়ে কিংবা চাকরির পাশাপাশি পার্ট টাইম হিসাবে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business Idea) খুঁজছেন? তাহলে আপনার জন্যই এই প্রতিবেদনের মাধ্যমে আমরা

এমন একটি ব্যবসার কথা জানাতে চলেছি, যেখানে ভারত সরকারের থেকে আর্থিক সহায়তা নিয়েই শুরু করতে পারবেন আপনার স্বপ্নের বিজনেস। এই বিশেষ ব্যবসা শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ৫০,০০০ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।

বর্তমানে কৃষি বা পশুপালনের মত ব্যবসা গুলির জনপ্রিয়তা যুব সম্প্রদায়ের মধ্যে কমে যাচ্ছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মুরগি পালন ব্যবসার জনপ্রিয়তা বাড়ার জন্য পোল্ট্রি ফার্ম লোন স্কিম শুরু করা হয়েছে।

পোল্ট্রি ফার্ম লোন স্কিম

গ্রামীণ অর্থনীতিতে কৃষির এবং পশুপালনের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা হিসেবে মুরগি পালনের ব্যবসার দিকে মানুষের ঝোঁক বেড়েছে। কারণ এই ক্ষেত্রে-

  • গ্রাম থেকে শুরু করে শহরে একটি শক্তিশালী বাজার রয়েছে,
  • মুরগি পালন ব্যবসার অবকাঠামো কম লাগে,
  • এই ব্যবসার ক্ষেত্রে সীমিত শ্রমিকের প্রয়োজন হয়,
  • একবার ব্যবসা শুরু করলেই অত্যন্ত তাড়াতাড়ি আয় শুরু হয়ে যায়,
  • এক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে সময় সময়ে আপনি ধাপে ধাপে উৎপাদন বাড়াতে পারবেন।

এই স্কীমের উদ্দেশ্য

কেন্দ্রীয় সরকারের তরফে পোল্ট্রি ব্যবসাকে আরও উন্নত করার জন্য পোল্ট্রি ফার্ম লোন স্কিম শুরু করা হয়েছে। বর্তমানে যে হারে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, সেই পরিমাণ যে বেশ কিছুটা কমিয়ে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। পোল্ট্রি ফার্ম লোন যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হলো-

  • গ্রামীন বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
  • স্থানীয় বাজারে ডিম ও মাংসের যে পরিমাণ চাহিদা রয়েছে তা পূরণ করায় সহায়তা।
  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া।
  • গ্রামীণ অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করে তোলা।

স্কীমের সুবিধা

১) ঋণের পরিমাণ– এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফে ন্যূনতম ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯,০০,০০০ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।

Read More:- হাত ২ ঘন্টা সময় থাকলেই করো এই ৭টি সাইড বিজনেস! ভালোই পকেট ভরবে।

২) ঋণ পাওয়ার শর্ত- মূলত আবেদনকারী বা ব্যবসায়ীর ব্যবসার আকার ও প্রয়োজনীয়তা, ক্রেডিট স্কোর, প্রজেক্ট রিপোর্টের মান এবং ব্যাংকের অনুমোদনের নীতি অনুসারে এই লোনের পরিমাণ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে যে সমস্ত ব্যবসায়ীদের ক্রেডিট কর ভালো এবং বড় আকারে এই ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে লোন পেতে খুব একটা সমস্যা হবে না।

৩) সুদের হার- কেন্দ্রীয় সরকারের পোল্ট্রি ফার্ম লোন স্কিমে বার্ষিক ৭.৫% হারে সুদ দিতে হয়। অর্থাৎ বাজারের থেকে অত্যন্ত কম হারে এক্ষেত্রে সরকারকে সুদ দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এর পাশাপাশি লোনের ক্ষেত্রে কিস্তি মাসিক বাত রই মাসিক ভিত্তিতে পরিশোধ করার সুবিধাও দেওয়া হচ্ছে।

৪) অন্যান্য সুবিধা- আবেদনকারী সময়মতো খিস্তি পরিশোধ করলে অতিরিক্ত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হয়।

স্কিমে আবেদনের যোগ্যতা

১) আবেদনকারীরা অবশ্যই ভারতবর্ষের যে কোন রাজ্যের বাসিন্দা হতে হবে অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তবেই আবেদন জানাতে পারবেন। গ্রামীন এলাকায় বসবাসকারী হলে সেই ব্যবসায়ীকে অগ্রাধিকার দেওয়া হবে।

২) মুরগি পালনের প্রতি আগ্রহ বা পূর্ব অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে ঋণ পাওয়ার সুযোগ সুবিধা বেড়ে যায়।

৩) পোল্ট্রি ফার্ম স্থাপনের জন্য নিজস্ব জমি থাকতে হবে আবেদনকারীর কাছে।

৪) একটি সঠিক এবং পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট তৈরি করে অবশ্যই জমা করতে হবে।

৫) অর্থনৈতিকভাবে দুর্বল বা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আবেদন পদ্ধতি

বর্তমানে পোল্ট্রি ফার্ম লোন যোজনায় অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদন জানানো যায়।

অনলাইনে আবেদন- অনলাইন মাধ্যমে আবেদন জানানোর জন্য যেকোনো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর “Agri Business Loan” বা “Poultry Farm Loan Scheme” বিভাগ খুঁজে নিয়ে অনলাইনেই আবেদনপত্র পূরণ করে জমা করে দিতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের পরিচয় পত্র, ঠিকানার প্রমাণ, প্রজেক্ট রিপোর্ট ইত্যাদি আপলোড করতে হবে।

অফলাইনে আবেদন- এক্ষেত্রে আপনাকে সরাসরি নিকটস্থ ব্যাংকের শাখায় চলে যেতে হবে এবং অফলাইন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রেও আপনার সমস্ত নথিপত্র যেমন পরিচয়, ঠিকানার প্রমাণ এবং প্রজেক্ট রিপোর্ট জেরক্স করে স্বাক্ষর করে জমা করতে হবে।

পোল্ট্রি মুরগির ব্যবসায় সফল হওয়ার টিপস

প্রথমে সীমিত সংখ্যক মুরগি দিয়ে ব্যবসা শুরু করুন এবং পরবর্তী সময়ে জনপ্রিয়তা বা সঠিক বাজার পেয়ে গেলেও উৎপাদন বৃদ্ধি করুন।

মুরগির স্বাস্থ্য ভালো রাখতে পরিচ্ছন্নতা ও সঠিক খাবার সরবরাহ করুন।

আয়ের সাথে সাথে খরচের সঠিক হিসাব রাখুন।

স্থানীয় বাজার ও পাইকারদের সাথে আগে থেকেই যোগাযোগ করে নিন।

অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য স্থানীয় কৃষি দপ্তর প্রশিক্ষণ কেন্দ্রের পোল্ট্রি ব্যবসার খুঁটিনাটি জেনে নিন।

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।