চালু থাকছে রান্নার গ্যাসে ৩০০ টাকা ভর্তুকি! কারা পাবেন এই সুবিধা? – LPG GAS Subsidy

LPG GAS Subsidy:- কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) এর উপভোক্তাদের জন্য বিরাট বড় ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে গোটা দেশের দরিদ্র পরিবার গুলি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পেয়ে থাকে। প্রকল্প শুরুর পর থেকে ২০২৫-২৬ অর্থকর্ষ পর্যন্ত এই প্রকল্পের উপভোক্তাদের রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বর্তমানে দেশের লক্ষ লক্ষ নিম্ন আয়ের পরিবার গুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নার সুযোগ পাচ্ছে। বিশেষত সারা দেশজুড়ে এই প্রকল্পের মাধ্যমেই ঘরে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ সম্ভব হয়েছে। রান্নার গ্যাসের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি থেকে দরিদ্র পরিবার গুলিকে সুরক্ষা প্রদানের জন্যই এমন প্রকল্পের সূচনা। এই প্রকল্প নিয়ে নতুন কোন কোন ঘোষণা করা হলো? জেনে নিন এখনই।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

কেন্দ্র সরকারের তরফে দেশের প্রায় ১০.৩৩ কোটি গ্রাহকদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকি (PMUY LPG Subsidy) প্রকল্প জারি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতই ২০২৫-২৬ অর্থবর্ষেও প্রতিটি উপভোক্তা পরিবারের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা হবে ভর্তুকির পরিমাণ। এর ফলে দুর্নীতি কমবে এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে। ২০১৬ সালের মে মাসে শুরু হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বর্তমানে দেশের কোটি কোটি পরিবার উপকৃত হচ্ছে।

ঘরে ঘরে LPG গ্যাস সিলিন্ডারের সংযোগ না থাকার কারণে প্রচলিত জ্বালানির ধোঁয়া থেকে একাধিক রোগব্যাধির সৃষ্টি হচ্ছিল মহিলাদের মধ্যে। এই ধরনের প্রকোপ কমানোর জন্য এবং স্বচ্ছ রান্নার জ্বালানি ব্যবহার করা এ মহিলাদের উৎসাহিত করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফে দারিদ্র সীমার নিচে বসবাসকারী অর্থাৎ BPL পরিবারগুলিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি (LPG Subsidy) দেওয়া হয়।

উজ্জ্বলা যোজনা সাবসিডি নিয়ে নতুন ঘটনা

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) বিষয়ক একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো-

১) ভর্তুকির পরিমাণ– কেন্দ্র সরকারের তরফে প্রতিটি ১৪.২ কেজির বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি বা সাবসিডি দেওয়া হবে।

Read More:- শুধু পড়াশোনা করলেই হবেনা! পাশাপাশি এই স্কিল কোর্সগুলি শিখে নাও!

২) বার্ষিক ভর্তুকির কোটা– প্রতিবছরে যজ্ঞ উপভোক্তারা ৯টি করে সিলিন্ডার রিফিলের জন্য এই ভর্তুকি পাবেন। আগে এই সংখ্যা বার্ষিক ১২টি ছিল, তবে বর্তমানে সেই সংখ্যা কমিয়ে দিয়ে ৯টি করা হয়েছে।

৩) ভর্তুকির সময়সীমা- সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের যোগ্যতা

কেন্দ্রীয় সরকারের এই জনপ্রিয় প্রকল্পে ভারতবর্ষের যে কোন প্রান্ত থেকে আবেদন জানানো যেতে পারে। তবে এই প্রকল্পে আবেদন জানানোর জন্য নিম্নলিখিত শর্তগুলি অবশ্যই মেনে আবেদন জানাতে হবে-

১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের অংশ হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর কাছে বিপিএল সার্টিফিকেট থাকা আবশ্যক।

২) আবেদনকারীকে অবশ্যই পরিবারের মহিলা হতে হবে।

৩) একটি পরিবার থেকে একজন মহিলা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

৪) ন্যূনতম ১৮ বছর বয়স হলে তবেই এই প্রকল্পের আবেদন জানানো যায়।

৫) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের যে কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

উজ্জ্বলা যোজনার সুযোগ সুবিধা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি মহিলা তাদের বাড়িতে LPG গ্যাস সিলিন্ডারের সংযোগ করতে পেরেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকার ভর্তুকি পাওয়া যায়।

মূল্য বৃদ্ধির বাজারে যেভাবে দিনে দিনে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দেশের দরিদ্র মানুষদের এলপিজি গ্যাস ব্যবহারের দিকে অনুপ্রেরণা যোগায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। চলতি অর্থ বর্ষে এই প্রকল্পের মাধ্যমে ১২,০০০ কোটি টাকার ব্যয় হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে উজ্জলা যোজনার মাধ্যমে প্রচলিত জ্বালানির পরিবর্তে এলপিজি গ্যাসের ব্যবহার বাড়ানো সম্ভব হয়েছে।

এর ফলে পরিবেশ সুরক্ষায় যেমন সহায়তা মিলেছে, তেমনি মহিলাদের স্বাস্থ্যসম্মতভাবে রান্নার ক্ষেত্রেও সুবিধা হয়েছে। একাধিক গ্রামীণ এলাকায় কাঠ কয়লার মত জ্বালানির ব্যবহারের ফলে শ্বাসকষ্ট, হাঁপানের মত একাধিক রোগের হাত থেকে মুক্তি পেয়েছেন মহিলারা।

আগামী দিনে এই প্রকল্প সাধারণ নিম্ন মধ্যবিত্ত বিশেষত দরিদ্র পরিবারের উপর থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য আর্থিক বোঝা বেশ কিছুটা কম করবে বলে মনে করা হচ্ছে। গ্রামীন এলাকায় অথবা শহরের বস্তি এলাকায় মহিলারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করতে পারেন, তার জন্যই চলতি বছরের শেষ পর্যন্ত ভর্তুকি (LPG Subsidy) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।