Paka Toilet Yojana — এখনো দেশে এমন অনেক গ্রাম এলাকা রয়েছে, যেখানে পাকা টয়লেটের ব্যবস্থা নেই! কেন্দ্র সরকার এই কথা ভেবে নতুন একটা স্কীম অনেকদিন আগেই চালু করেছে, যার নাম— বিনামূল্যে শৌচালয় নির্মাণ যোজনা। বাড়িতে বাড়িতে পাকা টয়লেট বানানোর জন্য, এককালীন ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে এই প্রকল্পে।
স্বচ্ছ ভারত মিশনের আওতায় এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আসল উদ্দেশ্য হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কারা আবেদন করতে পারবে? কিভাবে এই ১২,০০০/- টাকা উপভোক্তার ব্যাংক একাউন্টে ঢুকবে? কি কি ডকুমেন্ট লাগবে? সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই আর্টিকেল আলোচনা করছি।
আমি নিজেও এই প্রকল্পে আবেদন করেছিলাম। আমার আবেদন এপ্রুভ হয়েছিল। এবং আমার নামে পাকা শৌচালয়-এর টাকা আমার পঞ্চায়েতে এসেছিল। কিন্তু আমি নিইনি- কারন আমার বাড়িতে ইতিমধ্যে পাকা টয়লেট বানানো হয়ে গেছিল। তাছাড়া, বাড়িতে আরেকটি শৌচালয় তৈরী করার জায়গাও ছিল না!
শৌচালয় যোজনার মূল উদ্দেশ্য
ভারতবর্ষের অনেক প্রান্তিক গ্রামে বহু পরিবার এখনও ফাঁকা জায়গায় মল-মূত্র বিসর্জন করে। এতে করে পরিবেশ দূষণ যেরকম ছড়ায়, ঠিক সেরকমই বাড়ির মহিলাদের সন্মানহানির সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্ত কথা চিন্তা করে কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছে যার আসল উদ্দেশ্য হল—
- গ্রাম এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা।
- ফাঁকা জায়গায় মলত্যাগ করা বন্ধ করা।
- ভারতবর্ষের প্রত্যেক গ্রামের প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় ব্যবস্থা নিশ্চিত করা।
- জলবাহিত রোগের ঝুঁকি কমানো।
এই প্রকল্পের সুবিধা—
— যোগ্য পরিবারগুলি ১২,০০০/- টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে, বাড়িতে পাকা শৌচালয় বানানোর জন্য।
— এই টাকা DBT (Direct Benifit Transfer) এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্টে ক্রেডিট হবে।
— কোন দালাল বা এজেন্ট নেই, যার জন্য সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আপনি টাকা পাবেন।
— কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে এই প্রকল্প পরিচালনা করে থাকে। অর্থাৎ, এই যে ১২ হাজার টাকা দিচ্ছে, তার মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমান অনুদান রয়েছে।
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে?
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই গ্রামীন এলাকার বাসিন্দা হতে হবে।
- আপনার পরিবারে আগে থেকেই কোন পাকা শৌচালয় থাকলে হবে না।
- BPL (Below Poverty Line) বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর পরিবার শুধুমাত্র আবেদনযোগ্য এই স্কীমে।
ডকুমেন্ট কি কি চাই?
- আবেদনকারীর BPL রেশন কার্ড।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা জেরক্স।
- পাসপোর্ট সাইজের ছবি।
- বাসিন্দার প্রমাণপত্র।
- চালু মোবাইল নম্বর।
আবেদন কিভাবে করবেন?
এখানে অনলাইন এবং অফলাইন, দুই ভাবেই আবেদন করা যায়। আপনার যেইভাবে সুবিধা সেভাবে আবেদন করে ফেলুন।
অনলাইনে আবেদন
কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশনের অফিশিয়াল পোর্টালে swachhbharatmission.ddws.gov.in — গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সঠিকভাবে করতে পারলে ৯০% নিশ্চিত আপনার আবেদন এপ্রুভ হবে।
অফলাইনে আবেদন
আপনার পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করবেন! আবেদনকারী তার সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম টি ফিলাপ করবেন। এরপরে, উপরে উল্লিখিত ডকুমেন্টগুলো জেরক্স করে ফর্ম-এর সাথে, ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে জমা করবেন।
পাকা টয়লেট কিভাবে পাবেন?
আবেদন করার ০৬ মাসের মধ্যে আপনি পাকা শৌচালয়ের জন্য বরাদ্দ ১২,০০০/- টাকা পেয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে পাবেন? প্রথমত, অনলাইন বা অফলাইনে আবেদন করার পর, পঞ্চায়েতের থেকে আধিকারিক আপনার বাড়িতে আসবে, ভেরিফিকেশন করার জন্য।
তারা আপনার অরিজিনাল ডকুমেন্ট যাচাই করবে। এরপরে, আপনার বাড়িতে পাকা টয়লেট আছে কিনা তা দেখবে। সবকিছু ঠিকঠাক থাকলে, ভেরিফিকেশন সফল হয়ে যাবে। তারপর, আপনার গ্রামের মেম্বার বা পঞ্চায়েত থেকে জানিয়ে দেবে—
আপনার নামে পাকা শৌচালয়ের টাকা ঢুকেছে। এক্ষেত্রে, আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আমার নামেও শৌচালয় এসেছিল, কিন্তু পঞ্চায়েত থেকে ৯০০/- টাকা দাবি করা হয়েছিল। আমি না করে দিয়েছিলাম। আপনার এমন অভিজ্ঞতা হলে, আমাদের সাথে শেয়ার করুন। Email Us- Contactverifiedjob@gmail.com
Read More:—

