Jio New Recharge Plan: জিও লঞ্চ করল সবচাইতে সস্তা রিচার্জ প্ল্যান! ৩৬৫ দিন মেয়াদ এবং আনলিমিটেড কলিং।

Jio New Recharge Plan: ভারতের টেলিকম সংস্থা গুলির মধ্যে শীর্ষস্থানে যে কোম্পানি দুটি রয়েছে তাহল Reliance Jio এবং Airtel। জিও এবার তার গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। প্রতিমাসের রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য প্রায় এক বছরের মেয়াদের বাজেট-বান্ধব রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্সের এই টেলিকম সংস্থা।

জিওর গ্রাহকরা এবার প্রতিমাসের রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হয়ে এক বছরের জন্য সীমাহীন কলিং, SMS এর সাথে ইন্টারনেট অ্যাক্সেস করার সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া এই রিচার্জ প্ল্যান এর মধ্যে জিওর কিছু সাবস্ক্রিপশনও অফার করছে রিলায়েন্স জিও তার গ্রাহকদের।

এবার প্রশ্ন হল জিওর এই রিচার্জ প্ল্যান এর মূল্য কত? এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা কি কি সুবিধা পাচ্ছেন? এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার এই রিচার্জ প্ল্যানটি নিয়ে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। যারা এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে ইচ্ছুক তারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

Jio প্ল্যানের দাম কত?

আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে জিওর যে প্রিপেড প্ল্যান নিয়ে আলোচনা করব তার মূল্য হল ₹1748 টাকা। ₹1748 টাকায় জিওর গ্রাহকরা ₹336 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এর সুবিধার সাথে SMS এর এবং জিওর কিছু সাবস্ক্রিপশনও পাচ্ছেন। এই সমস্ত পরিষেবা একসাথে পাওয়ার জন্য গ্রাহকদের কাছে এই প্ল্যানটিকে একটি বাজেট-বান্ধব বিকল্প করে তোলে।

জিওর 1748 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যায়?

১) ₹1748 টাকার জিওর রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা 336 দিন মেয়াদ উপভোগ করতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে ১১ মাসের বেশি সময় ধরে সিমটি অ্যাকটিভ থাকবে।

২) আনলিমিটেড কলের সুবিধা রয়েছে।

৩) গ্রাহকরা 3600 টি SMS-এর সুবিধা পেয়ে যাচ্ছেন জিওর 1748 টাকার রিচার্জ প্ল্যান এর মাধ্যমে।

৪) JioTV এবং JioAICloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে। JioTV তার গ্রাহকদের লাইভ টিভি চ্যানেল এবং এন্টারটেন্মেন্ট কন্টেট দেখার সুযোগ দিয়ে থাকে। JioAICloud ডেটা স্টোরেজ এবং ডিজিটাল সুরক্ষায় সহায়তা প্রদান করে থাকে গ্রাহকদের। জিওর এই ₹1748 টাকার রিচার্জ প্ল্যানটি মূলত একটি অল-ইন-ওয়ান প্যাকেজ।

Jio-র যে সকল গ্রাহকরা কেবলমাত্র এসএমএস এবং কলিং এর উপরে নির্ভর করে থাকেন তাদের কাছে ₹1748 টাকার রিচার্জ প্ল্যানটি সেরা। তবে যারা অফিস, গেমিং প্রভৃতি কারণে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের কাছে এই প্ল্যানের সুবিধা তেমন কিছু নেই বললেই চলে। কারণ জিও তার ₹1748 টাকার রিচার্জ প্লানে কোনো ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিচ্ছে না। তাই ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে জিওর এই প্ল্যানটি গ্রহণযোগ্য হবে না।

কিভাবে রিচার্জ করবেন?

জিওর এই প্ল্যানটি রিচার্জ করা খুবই সহজ। আপনার প্রিয় স্মার্টফোনটির প্লে-স্টোর (Google Play Store) থেকে My Jio অ্যাপটি ডাউনলোড করে নিন। এবার মাই জিও অ্যাপে গিয়ে ₹1748 টাকার রিচার্জ প্ল্যানটি বেছে নিন। পেমেন্ট করার জন্য আপনি Google Pay, Paytm, PhonePe, অথবা Amazon Pay ব্যবহার করে সহজেই রিচার্জ করে নিতে পারবেন!অনলাইনের পাশাপাশি অফলাইনেও জিওর এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকরা করতে পারবেন। অফলাইনে রিচার্জ করার জন্য কাছাকাছি জিও স্টোরে বা রিটেলার সপে গিয়ে যোগাযোগ করতে হবে।

জিও স্টোর বা রিটেলার শপে গিয়ে ₹1748 টাকার রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলেই এই প্লানটি একটিভ হয়ে যাবে এবং গ্রাহকরা 336 দিনের জন্য আনলিমিটেড কলিং, SMS এর সুবিধা এবং Jio TV ও Jio Cloud বিনামূল্যে সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। তাই আর দেরি না করে আজই এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করুন এবং এর সুবিধা উপভোগ করুন।

জিওর অন্যান্য দীর্ঘ মেয়াদি প্ল্যানগুলি

₹1748 টাকার দীর্ঘমেয়াদি রিচার্জ প্লানের পাশাপাশি জিও তার গ্রাহকদের জন্য 365 দিনের ভ্যালিডিটির জন্য ₹3599 টাকার রিচার্জ প্ল্যান এবং 200 দিনের ভ্যালিডিটির জন্য 2025 টাকা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই রিচার্জ প্ল্যান গুলোতে আনলিমিটেড কলিং, SMS-এর সাথে প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ রয়েছে।

যারা 5G ফোন ব্যবহার করেন তারা 5G ইন্টারনেট ও ব্যবহার করতে পারবেন এই রিচার্জ প্ল্যান গুলোর মাধ্যমে। এছাড়াও ফ্রিতে জিওর কিছু সাবস্ক্রিবশন ও পেয়ে যাবেন গ্রাহকরা। তাই যারা বেশিরভাগ সময় ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য দীর্ঘমেয়াদী এই প্ল্যান গুলি সব থেকে সেরা।

এই আর্টিকেলটি লেখা হয়েছে জনসাধারণের উৎস এবং সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে। যে সকল গ্রাহকরা এই প্ল্যানগুলি রিচার্জ করার পরিকল্পনা করছেন তারা অবশ্যই রিচার্জ করার আগে My Jio App বা Jio-র ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যানের সত্যতা যাচাই করে নেবেন।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।