নিজের বাড়ি/দোকানে পোষ্ট অফিস খুলুন! মাসে আয় হবে ₹70,000 টাকা।

Post Office Franchise: বর্তমান সময়ের চাকরির দুরবস্থা হওয়ায় বহু শিক্ষিত যুবক-যুবতীরা ব্যবসার দিকে আগ্রহী হয়েছে। আবার অনেকে চাকরি করেও সচ্ছল জীবনযাপন না পাওয়ার জন্য অতিরিক্ত আয় করার সুযোগ খুঁজছেন। আজ আমরা এমন এক ব্যবসার কথা বলব যেগুলি থেকে মানুষের ভালো টাকা প্রতি মাসে উপার্জন হবে। এই ব্যবসার জন্য সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে হবে। আর ব্যবসাটি সরকারি সংস্থার সাথে হবে, তাই এক্ষেত্রে বিনিয়োগ করা অর্থ মার হয়ে যাওয়ার কোনো ভয় নেই।

বহুকাল আগে থেকে কুরিয়্যার হোক বা সরকারি যে কোনো কাগজপত্র পাঠানোয় হোক না কেন,ভারতীয় পোস্ট অফিসের বিরাট ভূমিকা রয়েছে প্রতিটি মানুষের জীবনে। এবার প্রতিটি মানুষকে আরো বৃহত্তর পরিষেবা দান করার জন্য পোস্ট অফিস মানুষকে নতুন নতুন শাখা খোলার সুযোগ দিচ্ছে।

আমরা সকলেই জানি সরকারি সংস্থার সাথে ব্যবসা করলে সেই ব্যবসার স্থায়িত্ব দীর্ঘ সময়ের হয়ে থাকে। এছাড়াও এই ব্যবসা থেকে মোটা টাকা আয় হওয়ার সুযোগ রয়েছে। তাই যারা এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খোলার বিষয়ে আগ্রহী তারা শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন।

ভারতীয় পোস্ট অফিস: মানুষের আস্থা ও পরিসেবার এক নাম

বর্তমান সময়ে ইন্ডিয়ান পোস্ট অফিস শুধু যে মানুষের কাছে চিঠিপত্র পৌঁছে দেয় এমনটা নয়। গ্রাম থেকে শহরাঞ্চলের কোটি কোটি মানুষের ব্যাংকিং, সরকারি স্কিম এবং পরিষেবা দান করে আস্থা অর্জন করে আসছে বহুকাল আগে থেকেই।

ইন্ডিয়ান পোস্ট অফিস কেবলমাত্র চিঠি আদান-প্রদানের মাধ্যমেই তার পরিষেবাকে সীমাবদ্ধ রাখেনি। সঞ্চয় প্রকল্প, লাইফ ইন্স্যুরেন্স, মানি অর্ডার, ব্যাঙ্কিং সার্ভিস, আধার সার্ভিস, ই-বিল পেমেন্ট থেকে শুরু করে নানা দপ্তরের কাগজপত্র মানুষের দরজায় পৌঁছে দেয় এই ভারতীয় পোস্টাল সার্ভিস।

বর্তমান সময়ের মানুষের কাছে পোস্টাল সার্ভিসের চাহিদা বাড়ছে বলে পোস্ট অফিস নতুন নতুন ব্রাঞ্চ খোলার উদ্যোগ নিয়েছে। এমন অনেক এলাকা আছে যেখানে কাছাকাছি কোনো পোস্ট অফিস নেই। তাই সেই স্থান গুলিতে পোস্ট অফিস নতুন ব্রাঞ্চ খোলার অনুমতি দিয়ে থাকে। আর এই সরকারি সংস্থার ফ্রাঞ্চাইজির যদি আপনি চালক হন তাহলে কতই না ভালো হয় বলুনতো?

এই ব্যবসাটি কাদের জন্য উপযুক্ত হবে?

এবার আসা যাক যে কারা এই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি খোলার জন্য যোগ্য ব্যক্তি? উত্তরে বলা যেতে পারে যে পোস্ট অফিসের এই ব্রাঞ্চ খোলার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির উল্লেখ নেই। শিক্ষিত বেকার, গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারী, ক্ষুদ্র উদ্যোক্তা—সকলেই চাইলে এই ব্যবসা করার জন্য আবেদন করতে পারবেন। অন্যান্য ব্যবসা শুরুর ক্ষেত্রে কাস্টমার খুঁজতে হয়।

কিন্তু এক্ষেত্রে পোস্ট অফিস যেহেতু সকল মানুষের বিশ্বস্ত একটি জায়গা আর প্রতিদিন মানুষের অনেক প্রয়োজনে আসে তাই আপনাকে আলাদা করে কোনো কাস্টমার খুঁজতে হবে না। তাই প্রথম মাস থেকেই আপনার আয় ভালো হবে বলে মনে করা হচ্ছে।

কীভাবে শুরু করবেন এই ব্যবসা?

পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ খোলার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইন্ডিয়ান পোস্ট অফিসের নিজস্ব ওয়েবসাইট indiapost.gov.in গিয়ে আপনারা সহজেই ব্রাঞ্চ খোলার জন্য আবেদন করতে পারবেন। আপনার এলাকায় পোস্ট অফিসের পরিষেবা যদি না থাকে তবে আপনি এই ব্রাঞ্চ খোলার জন্য যদি বিবেচিত হন তাহলে মাসে মোটা টাকা আয় করতে পারবেন।

যোগ্যতা কি থাকা চাই?

পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ খোলার জন্য যে যোগ্যতা গুলির প্রয়োজন হবে সেগুলি হল

  • আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে।
  • অবশ্যই বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
  • আগ্রহী ব্যক্তির কোনো নিকট আত্মীয় যদি পোস্ট অফিসে চাকরি করে থাকেন তবে তিনি পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ খুলতে পারবেন না।
  • আপনার এলাকায় যেন পোস্ট অফিস না থাকে।

কতটা জায়গা লাগবে এবং বিনিয়োগের পরিমাণই বা কত?

পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ খোলার জন্য ২০০ স্কয়ার ফিটের ঘর থাকা বাঞ্ছনীয়। আপনার যদি নিজস্ব ঘর না থাকে তাহলে আপনি ভাড়ার ব্যবস্থা করতে পারেন। পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ খুলতে গেলে আপনাকে কর্তৃপক্ষের কাছে ৫০০০ টাকা জমা রাখতে হবে। তবে এলাকা অনুসারে এই টাকার পরিমাণ বাড়লেও বাড়তে পারে।

কি কি পরিষেবা আপনাকে প্রদান করতে হবে?

পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চের চালক যদি আপনি হন তাহলে আপনাকে যে সার্ভিস গুলি দিতে হবে তাহলে-
পোস্টাল আর্টিকেল বুকিং করতে হবে (স্পিড পোস্ট, রেজিস্ট্রি, পার্সেল), ডাকে আশা চিঠিপত্র বিলি করতে হবে,
পোস্টালের বিভিন্ন স্কিমগুলোর প্রচার ও রেজিস্ট্রেশন করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করা, সরকারি নথি প্রেরণ পরিষেবা সামলানো এমনকি আধার আপডেট ও সংশ্লিষ্ট পরিষেবাও জনসাধারণকে প্রেরণ করতে হবে।

আয় কিভাবে হয়?

পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ করলে মাসে প্রায় ১৫ হাজার টাকা আপনার ইনকাম হতে পারে। স্পিড পোস্ট, রেজিস্ট্রি, পার্সেল বুকিং, ডাকে আশা চিঠিপত্র বিলি, পোস্টালের বিভিন্ন স্কিমগুলোর প্রচার ও রেজিস্ট্রেশন করা, লাইফ ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করা, সরকারি নথি প্রেরণের মাধ্যমে আপনি ভালো অ্যামাউন্টের কমিশন পাবেন। এই কমিশনটাই হল আপনার আয়।

কিভাবে আবেদন করা যাবে?

আবেদন করতে গেলে আপনাকে indiapost.gov.in পোস্টালের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর ফর্ম এর প্রতিটি কলম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সহিত পোস্ট অফিসে জমা করতে হবে।

পরিশেষে বলি আপনি যদি পোস্ট অফিসের নতুন ব্রাঞ্চ খোলার জন্য উদ্যোগী হন তবে সমস্ত তথ্য পোস্ট অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকেই নেবেন। দ্বিতীয় কোনো এজেন্ট মারফত কোনো তথ্য নিয়ে নিজের অর্থের অপচার করবেন না।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।