Jio Loan:- জিওর সিম কার্ড থাকলেই মিলবে মোটা অংকের লোন (Loan)! বর্তমানে মাঝেমধ্যেই হঠাৎ করে অধিক পরিমাণ টাকার প্রয়োজন হয়ে থাকে। আর এই প্রয়োজনের জন্যই বেশিরভাগ সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানো থেকে শুরু করে অধিক সুদে লোন নেওয়া, এমনকি একাধিক কাগজপত্রের ঝামেলা বহন করতে হয়। পাশাপাশি অনেক সময়ে প্রয়োজনের মতো ঋণ পাওয়া যায় না।
এই ধরনের সমস্যার সমাধানের উদ্দেশ্যে এবার জিও টেলিকম কোম্পানি তাদের গ্রাহকের জন্য লোনের (Jio Loan) পরিষেবা শুরু করল। জিও এর মাই জিও অ্যাপ (My Jio App) এর মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করে অল্প কিছু পদ্ধতির মাধ্যমেই লোন পেয়ে যেতে পারেন জিওর গ্রাহকেরা। এই ঋণের সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
Jio Loan – সম্পর্কে তথ্য
মুকেশ আম্বানির জনপ্রিয় কোম্পানির জিও এর তরফে এবার গ্রাহকদের ন্যূনতম ৫০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। তবে এই লোনের সুবিধা শুধুমাত্র জিও-র স্থায়ী গ্রাহকদের জন্যই শুরু করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে নিজেদের প্রয়োজন মেটাতে অন্য জায়গায় না গিয়ে জিওর গ্রাহকেরা, এবার My Jio অ্যাপের মাধ্যমে কোনরকম ঝামেলা ছাড়া অত্যন্ত সহজ কিছু শর্তের মাধ্যমে লোন নিতে পারবেন।
Jio Loan-এর বিশেষত্ব
১) জিও গ্রাহকেরা সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসেই এই লোনের জন্য আবেদন জানাতে পারবেন এবং লোনের টাকা অনলাইনে পেয়ে যাবেন।
২) এই লোনে আবেদন বা লোনের টাকা নেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজন নেই।
৩) জিও কোম্পানির মাধ্যমে তার গ্রাহকদের মাত্র তিন থেকে চার দিনের মধ্যে লোনের অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে।
Read More:- বিনা পুঁজিতে ব্যবসা শুরু করো, আজই বাড়ি বসে! দেখে নাও স্টেপ বাই স্টেপ।
৪) লোন পরিশোধের জন্য সহজ মাসিক ইনস্টলমেন্ট বা EMI সিস্টেমের সুবিধা দেওয়া হচ্ছে।
৫) যথেষ্ট শর্তাবলির মাধ্যমেই লোন দিচ্ছে রিলায়েন্স জিও।
৬) আবেদনের জন্য জিও গ্রাহকের ন্যূনতম কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে।
কারা Jio Loan-এর জন্য আবেদন করতে পারবে?
জিও লোনের আবেদন জানানোর জন্য বেশ কয়েকটি শর্ত মানতে হবে গ্রাহকদের-
১) নাগরিকত্ব: এই লোনে কেবলমাত্র ভারতবর্ষের নাগরিকরাই আবেদন জানাতে পারবেন।
২) মোবাইল সংযোগ: আবেদনকারীদের অবশ্যই জিও এর স্থায়ী গ্রাহক হতে হবে। অর্থাৎ আবেদনকারীর কাছে জিও সিম থাকতে হবে।
৩) বয়স সীমা: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।
৪) ক্রেডিট স্কোর: যে সমস্ত জিওগ্রাহকের CIBIL স্কোর ৭৫০ বা তার বেশি রয়েছে, তারা আবেদন জানাতে পারবেন।
৫) মাসিক আয়: আবেদনকারীর মাসিক আয় ন্যূনতম ১৫,০০০ টাকা হতে হবে। এক্ষেত্রে চাকরিজীবী, স্বনিয়োজিত অথবা ব্যবসায়ী মানুষেরা আবেদন জানাতে পারবেন।
সুদের হার
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় যথেষ্ট কম মাত্রায় সুদ নির্ধারণ করছে। এই লোনের ক্ষেত্রে বার্ষিক সুদের হার শুরু হচ্ছে ৮.২% থেকে। যদিও এক্ষেত্রে লোনের পরিমাণ এবং লোন শোধের সময়সীমার উপর নির্ভর করবে সুদের পরিমাণ।
লোনের পরিমাণ
Jio Loan এর মাধ্যমে ন্যূনতম ৫০০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। তবে সব গ্রাহকেরা চাইলেই অধিক পরিমাণ লোন পাবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর আয়ের পরিমাণ, ক্রেডিট স্কোর এবং কোম্পানির শর্তাবলির উপর নির্ভর করে লোন পাবেন গ্রাহকেরা।
জিও লোনে আবেদন প্রক্রিয়া
বর্তমানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সহজ কিছু ধাপের মাধ্যমে জিও লোনে আবেদন জানানো যাচ্ছে। আবেদনকারীদের জন্য প্রত্যেকটি ধাপ নিচে উল্লেখ করা হলো-
১) আপনার স্মার্টফোনে My Jio অ্যাপ ইন্সটল করুন এবং নিজের নামে মোবাইল নম্বরের সাথে রেজিস্টার করে নিন।
২) আপনার নিজস্ব জিও নম্বরের সাহায্যে অ্যাপটি লগইন করুন।
৩) আপনার স্ক্রিনে প্রদর্শিত অ্যাপের ড্যাশবোর্ডে থাকা Loan বিকল্পটি খুঁজে নিয়ে ক্লিক করুন।
৪) লোনের জন্য প্রয়োজনীয় অফার দেখুন এবং আপনার প্রয়োজন অনুসারে লোনের টাকার পরিমান সিলেক্ট করুন।
৫) এরপরই আপনার সামনে একটি আবেদন পত্র প্রদর্শিত হবে। সেখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য, পেশাগত তথ্য এবং আয় সংক্রান্ত যাবতীয় তথ্য পূরণ করে দিন।
৬) প্রয়োজনীয় নথিপত্র গুলি অনলাইনে স্ক্যান করে আপলোড করুন।
৭) সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করে দিন। এরপর আপনার তথ্য কোম্পানির তরফে যাচাই করে লোনের অনুমোদন দেওয়া হবে।
৮) আবেদনের মোটামুটি ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনার প্রয়োজনীয় টাকা আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রতিটি লোনে আবেদনের আগে অবশ্যই আবেদনকারীদের লোন সম্পর্কিত শর্তাবলী গুলি পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন করা উচিত। এর পাশাপাশি সময়মতো EMI পরিশোধ করাও প্রয়োজনীয়। লোন বা আর্থিক লেনদেনের বিষয়ে যথেষ্ট পরিমাণ সতর্ক থেকে শুধুমাত্র মাই জিও অ্যাপ থেকেই ঋণের আবেদন করুন।

