এবার রেশনের সাথে পাবে নগদ ১০০০ টাকা, দিচ্ছে এই রাজ্য সরকার! — Get 1000 Rupees In Ration

Get 1000 Rupees In Ration:— খাদ্যের অধিকার! মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। যেভাবে ভারতবর্ষের সাধারণ মানুষ দৈনন্দিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে নিম্ন আয়ভুক্ত, দরিদ্র শ্রেণীর মানুষদের নিয়মিত খাদ্যের সংস্থান করে দেওয়ার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বিভিন্নভাবে সহায়তা মূলক প্রকল্প নিয়ে থাকে।

এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রেশন ব্যবস্থা (Rationing System) এই ব্যবস্থার মধ্য দিয়ে দেশজুড়ে প্রায় বিনামূল্যে খাদ্যদ্রব্য দেশবাসীর হাতে তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার মাধ্যমে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের বিশেষ সুবিধার ঘোষণা করে থাকেন। ঠিক সেই পথে হেঁটেই রাজ্য সরকারও সেই রাজ্যের বাসিন্দাদের জন্য রেশন ব্যবস্থায় আলাদাভাবে বিভিন্ন ধরনের খাদ্যশস্য বন্টন করে থাকে। এবার পুজোর মরশুমে রেশন গ্রাহকরা প্রতিবছরের মতো বাড়তি সুবিধা পাচ্ছেন।

ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের রেশন সামগ্রী রেশন গ্রাহকেরা পেয়ে গিয়েছেন। তারপরে রেশন কার্ড গ্রাহকদের জন্য একটি অভিনব ঘোষণা করা হয়েছে। উৎসবের মুখে দাঁড়িয়ে রেশন কার্ড গ্রাহকেরা নগদ টাকা পেতে চলেছেন। এবার কোন রেশন কার্ডধারী গ্রাহক, কত টাকা করে পাবেন, কিভাবে পাবেন, রইল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য—

দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হল এই রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের হাতে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। দারিদ্র্য সীমার নিচে বা মাঝামাঝি থাকা পরিবারগুলো সরকারি ভর্তুকিতে নিয়মিত খাদ্যশস্য এবং প্রয়োজনীয় দ্রব্যাদি গ্রহণ করে থাকে। রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

যেমন দারিদ্র সীমার নিচে এক ধরনের, আবার মাঝামাঝি পর্যায়ে আরেক ধরনের কার্ড রয়েছে। যেমন— AAY, SPHH, RKSY সহ বিভিন্ন পর্যায়ের কার্ড রয়েছে। আবার একেবারে দারিদ্র্যসীমার নিচে অর্থাৎ প্রান্তিক শ্রেণী যেখানে যাদের কোনো সুবিধাই সেই শ্রেণীর কাছে পৌঁছয় না, তাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই রেশন কার্ড আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল করা হয়েছে। যেখানে খুব সহজেই আধার লিঙ্ক এবং মোবাইল অ্যাক্সেস করা যাচ্ছে।

রেশন কার্ডে নগদ কত টাকা দেওয়া হচ্ছে?

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রেশন কার্ডে এক বিশেষ শ্রেণীর রেশন কার্ডধারী গ্রাহকেরা প্রতি মাসে ১ হাজার টাকার আর্থিক সুবিধা পেতে চলেছেন। এটি একেবারে নিম্ন আয়ের পরিবারগুলোকে দেওয়া হচ্ছে। যাতে তাদের আর্থিক সুরক্ষা এবং স্বচ্ছলতার পাশাপাশি খাদ্যে ভর্তুকির সুবিধা পেতে পারেন।

কারা রেশন কার্ডে নগদ ১ হাজার টাকা পাবেন?

যেহেতু প্রথমেই বলা হয়েছে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, তাই সমস্ত কার্ডধারীরা এই নগদ টাকার যোগ্য নন। এক্ষেত্রে কেবলমাত্র যাদের অন্ত‍্যোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY রেশন কার্ড রয়েছে, তারাই এই ১০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।

রেশন কার্ডধারী গ্রাহকদের আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি জমা হবে।

যেহেতু রেশন কার্ড প্রক্রিয়া এখন ডিজিটাইজেশন করা হয়েছে, তাই একেবারে অটোমেটিক প্রতিমাসের প্রথম সপ্তাহেই এই টাকা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।

নগদ টাকা দেওয়ার কারন

যেহেতু রেশন কার্ডে AAY কার্ডধারী গ্রাহকেরা একেবারে নিম্ন আয়ের শ্রেণীভুক্ত, যেহেতু বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত থাকেন, তাই তাদের কাছে এই নগদ মাসিক ১ হাজার টাকার সুবিধা পৌঁছে দিতে চাইছে সরকার।

এর ফলে যেহেতু হাতে নগদ টাকা আসবে, অন্তত কিছুটা হলেও সুরাহার মুখ দেখতে পাবে ওই পরিবারগুলো। এভাবেই সরকারের তরফে দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নগদ ১০০০ টাকা কিভাবে পাবেন?

— এই টাকা অন্ত‍্যোদয় অন্ন যোজনার অন্তর্গত রেশন কার্ডধারীরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক থাকতে হবে। প্রতি মাসের প্রথম সপ্তাহেই অ্যাকাউন্টধারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে যাবে।

টাকা পেতে কোনো সমস্যা হলে স্থানীয় পঞ্চায়েত অফিস অথবা পুরসভার অফিস, তাছাড়া নিকটবর্তী বিডিও অফিসেও যোগাযোগ করতে পারেন। যদি কারো এই আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা না থাকে, তারা এক্ষুনি ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে আপডেট করে নিন।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।