Teacher Recruitment: একলব্য মডেল স্কুলে, সাত হাজারের বেশি শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ!

Teacher Recruitment:— চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে আগ্রহী, তাদের জন্য এই প্রতিবেদন। কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের National Education Society for Tribal Students বা NESTS এর তরফে এক ভ‍্যাকান্সি সার্কুলার জারি করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরেই সরকারি চাকরির আশায় দিন গুনছেন, তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে জারি হওয়া এই বিজ্ঞপ্তি যথেষ্ট সহায়ক হয়ে উঠতে পারে।

দেশজুড়ে কাজের অভাবের মধ্যেও সমস্ত ব্যক্তিরা একটি সরকারি চাকরির খোঁজে অহরহ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তার কারণ, সরকারি চাকরির যে নির্ধারিত বেতন, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, নির্ধারিত ছুটি থেকে শুরু করে একটা নিশ্চিত আর্থিক নিরাপত্তা সহ জীবন যাপন করা সম্ভব হয়ে ওঠে, তাই সকলেই কিন্তু সরকারি চাকরির আশায় একের পর এক প্রতিযোগিতামূলক (Competitive Exam) পরীক্ষায় বসতে থাকেন।

আবার তাও যদি হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো সংস্থায় চাকরি। তাহলে তো আর কথাই নেই। এবার সেই সুযোগই এসেছে এই চাকরিপ্রার্থীদের দোরগোড়ায়। একেবারে অপেক্ষা না করে এক্ষুনি কেন্দ্রীয় সরকারের NESTS এর অধীনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা EMRS-এ চাকরির জন্য আবেদন করে ফেলুন।

দেশ জুড়ে যে সমস্ত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলেই বিপুল পরিমাণে শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশের সমস্ত রাজ্যেই প্রায় এই ই এম আর এস রয়েছে। এই একলব্য মডেল স্কুলে প্রত্যন্ত গ্রামাঞ্চল, দুর্গম প্রান্তিক অঞ্চলের জনজাতি পড়ুয়াদের জন্যই শিক্ষা প্রদান করা হয়ে থাকে। আর সেই সমস্ত স্কুলগুলিতেই EMRS Staff Selection Commission এর মাধ্যমে নিয়োগ করা হবে।

এবার একবার জেনে নেওয়া যাক, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচিং এবং নন টিচিং স্টাফের নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য:

নিয়োগ সংক্রান্ত তথ্য

বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরেই নিয়োগ পরীক্ষার মাধ্যমে এই স্কুলগুলিতে ৭২৬৭ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে—

  1. প্রিন্সিপাল,
  2. Post graduate teachers,
  3. Trained Graduate Teachers,
  4. অ্যাকাউন্টেন্ট,
  5. হোস্টেল ওয়ার্ডেন,
  6. মহিলা স্টাফ নার্স,
  7. জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট,
  8. ল্যাব অ্যাটেনডেন্ট।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে, তাই শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিও ভিন্ন ধরনের।

তবে শিক্ষক পদে যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে, তাদের যে সমস্ত বিষয়ে শিক্ষকতা করতে হবে সেই বিষয়গুলি হলো— ইংরেজি, গণিত, রসায়ন, হিন্দি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স সহ অন্যান্য বিষয়ও পড়াতে হবে।

মূল বেতন কাঠামো

যেহেতু বিভিন্ন ধরনের পদে নিয়োগ হবে, তাই বেতন কাঠামো ভিন্ন ধরনের। সেক্ষেত্রে ন্যূনতম ১৮০০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার ৮০০ টাকা থেকে ২ লক্ষ ০৯,২০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

নিয়োগ পদ্ধতি

— প্রথমেই লিখিত পরীক্ষা অর্থাৎ Written Exam নেওয়া হবে। সে ক্ষেত্রে শিক্ষাদানের অভিজ্ঞতা, রিজনিং, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর কতখানি দক্ষতা রয়েছে, তার উপরেই এই পরীক্ষা হবে।

— দ্বিতীয় ধাপে Interview বা সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এই ইন্টারভিউয়ে ডাক পাবেন।

— সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ সমস্ত নথি যাচাইয়ের মাধ্যমে উক্ত চাকরিপ্রার্থীকে এই চাকরিতে বহাল করা হবে।

কোথায় পরীক্ষা নেওয়া হবে?

যেহেতু একলব‍্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে এবং সমস্ত স্কুলের শাখাতেই এই নিয়োগ হবে, তাই বিভিন্ন রাজ্যের পরীক্ষা কেন্দ্রেই এই পরীক্ষার আয়োজন করা হবে।

আবেদনের শেষ তারিখ

১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই দিন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

আবেদন ফি কত?

বিভিন্ন পদ অনুযায়ী এই আবেদন ফি ভিন্ন।

— সাধারণ ক্যাটাগরি অর্থাৎ অসংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য পদ অনুযায়ী আবেদন ফি হিসেবে ১৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত জমা দিতে হবে।

— আবার সংরক্ষিত শ্রেণি ভুক্তদের জন্য অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরির যেকোনো পদে আবেদন জানাতে হলে জমা দিতে হবে ৫০০ টাকা।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এর অন্তর্গত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচিং এবং নন টিচিং স্টাফের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে ভিজিট করুন EMRS —এর অফিসিয়াল ওয়েবসাইট nests.tribal.gov.in

আর দেরি না করে এক্ষুনি অনলাইনে কেন্দ্রীয় সরকারের শিক্ষাক্ষেত্রে চাকরির করার জন্য আবেদন করুন।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।