5 লাখ টাকা লোন নিলে 25,000/- টাকা ছাড়! রাজ্য সরকার দিচ্ছে বেকারদের বিজনেস লোন।

Bhabishyat Credit Card: রাজ্য সরকার রাজ্য ছেলেমেয়েদের জন্য বিভিন্ন রকম প্রকল্প এনেছেন যেগুলোর মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েরা অনেকটা আর্থিক সহায়তা পাচ্ছেন। তবুও বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। হাজার হাজার শিক্ষিত পড়ুয়ারা চাকরি না পেয়ে বেকার হয়ে ঘরে বসে রয়েছেন।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card) নামক একটি প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অনুদান দেওয়া হয়। আপনি যদি একজন বেকার যুবক বা যুবতী হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে। কিরকম যোগ্যতা প্রয়োজন, আবেদন কিভাবে করবেন এবং কত টাকা অনুদান পাবেন এছাড়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

Bhabishyat Credit Card স্কীমের লক্ষ্য

রাজ্য সরকারের সূচনা করা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের প্রধান লক্ষ্য হল রাজ্যের বেকার যুবক যুবতীদের মনোবল বাড়ানো। বেকার হয়ে থাকার পরে তাদের মধ্যে যেই হীনমন্যতা বেড়ে যায় সেই হীনমন্যতাকে কমিয়ে তাদের আর্থিক সাহায্য করার মাধ্যমে মনোবল বাড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এই অনুদান জমিয়ে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন।

এছাড়া অনুদানের টাকা বিভিন্ন সরকারি পরীক্ষা ও অন্যান্য কাজে প্রয়োগের মাধ্যমে নিজেদের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। বলা যায় বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার একটি উত্তম প্রয়াস হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প।

অনুদানের পরিমাণ

Bhabishyat Credit Card স্কীমের মাধ্যমে রাজ্য সরকার একজন বেকার যুবক-যুবতীকে ব্যবসা শুরু করার জন্য কিংবা উচ্চশিক্ষার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকেন। এই লোন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে অনেক সহজ করা হয়েছে।

Bhabishyat Credit Card স্কীমের সুবিধা

এই লোনের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হয়। অর্থাৎ, 25,000/- টাকা পর্যন্ত আপনাকে ফেরত দিতে হবে না। এই লোন নেওয়ার জন্য কোনরকম গ্যারান্টার প্রয়োজন হয় না। রাজ্য সরকার নিজেই ১০% গ্যারান্টি দিয়ে থাকেন।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত পশ্চিমবঙ্গে ১০ বছর ধরে বসবাস করতে হবে।
  • একজন পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্প সুবিধা পাবেন।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদনকারী কে রাজ্য সরকারের Bhabishyat Credit Card স্কীমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এরপর আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফোন নম্বর ইমেইল আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।
  • এরপর আপনার মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করার পর আবেদন পত্র দেখতে পাবেন।
  • আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর সমস্ত নদীটি একবার যাচাই করে নিয়ে সাবমিট করলেই আপনার আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

আবেদন করার পরে সরকারি আধিকারিকরা আপনার আবেদনপত্র, ডকুমেন্ট যাচাই করবেন এবং আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে আপনার ব্যাংক একাউন্টে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই লোনের টাকা ঢুকে যাবে।

Bhabishyat Credit Card স্কীম নিঃসন্দেহে বলা যায় রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া একটি অভিনব উদ্যোগ। রাজ্যের বেকার যুবক যুবতীদের ভরসার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। যে সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে বেকারত্ব একটা জীবন মরণ ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, একদিকে চাকরি না পেয়ে বেকার হয়ে ঘরে বসে ছিলেন, অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার জন্য ব্যবসা করেও উঠতে পারছিলেন না।

তাদের জন্য Bhabishyat Credit Card স্কীমের এই লোনের টাকা ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়ানোর একটা উত্তম পন্থা। এছাড়া অর্থনৈতিক সংকট যাদের উচ্চ শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদের কাছে এই লোনের মাধ্যমে উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।