Amazon Great Festival Sale 2025:— দিনের পর দিন প্রযুক্তি ছুটছে জেটগতিতে। আজকে হাতে যে স্মার্টফোন রয়েছে, বেশ কিছুদিন পরেই তার থেকে আরও আপডেট এবং উন্নত মানের স্মার্টফোন লঞ্চ হচ্ছে। ফলে পাল্লা দিয়ে চলছে মানুষের মধ্যে নিত্যনতুন ফিচারের স্মার্টফোন কেনার আগ্রহ। আর স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে হাতের স্মার্টফোন মানে হাতের মুঠোয় বিশ্ব।
সমস্ত কাজে এক কথায় বলা যেতে পারে ওই হাতের মুঠোফোন থেকেই করে ফেলা যায়। তার জন্য আর এখন ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের কোনো কাজ করার জন্য পাড়ার সাইবার ক্যাফেতে ছুটোছুটি করতে হয় না। এখন আর বিলাসিতার বস্তু নয় হাতের স্মার্টফোনটি। এখন সব থেকে প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ ডিভাইস।
যেহেতু স্মার্টফোন বর্তমানে আপগ্রেডেশন হচ্ছে অর্থাৎ 4G থেকে 5G র দিকে আমরা ছুটে চলেছি, সেই কারণে কোম্পানিও নিত্যনতুন প্রযুক্তি সহকারে বিভিন্ন ধরনের ফিচার সমেত স্মার্টফোন লঞ্চ করছে। মানুষের আগ্রহের সাথে সাথে পাল্লা দিয়ে চলছে স্মার্টফোন তৈরির কোম্পানিগুলিও।
যদি মনে হয় এক্ষুনি আপনার হাতে একটি নিউ ফিচার এর স্মার্টফোন চাই, তাহলে আপনাকে ছুটে দোকানে যেতে হবে না। ঘরে বসেই আপনি শুধু জাস্ট অনলাইনে একটা অর্ডার দেবেন। সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দের ফিচার সমেত সেই মুঠোফোন। আর পূজোর মুখে Amazon Great Festival Sale 2025 শুরু হয়ে গেছে। এই সেলের মাধ্যমে স্মার্টফোনে দুর্দান্ত ধরনের ডিল অফার করা হচ্ছে। যা শুনলে রীতিমতো চমকে যাবেন।
Amazon Great Indian Festival Sale 2025
২০২৪ সালে লঞ্চ হয়েছিল Realme GT 7 Pro স্মার্টফোন। ঠিক সেই সময় এই ফোনের দাম ছিল ৬০ হাজার টাকা। আর এখন যদি এই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের মাধ্যমে Realme GT 7 Pro স্মার্টফোন অর্ডার করেন, তাহলে অনেক কম দামে এই ফোনটি আপনার হাতে চলে আসতে পারে।
Amazon সেলে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে কোম্পানি ব্যাংক ক্রেডিট কার্ড এর সাথে কুপন ডিসকাউন্ট দিচ্ছে। অর্ডার দেওয়ার আগে Realme GT 7 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্বন্ধে জেনে নিন।
Realme GT 7 Pro ফোনের ৬.৭৮ ইঞ্চি 8T LTPO Eco OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ২৬০০ Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট আছে।
রিয়ার ক্যামেরায় OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (Sony IMX906) সেন্সর রয়েছে। আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। 120x হাইব্রিড জুম সমেত ৫০ মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।
সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যার ফলে সেলফি তুলতেও যথেষ্ট আলাদা অনুভূতি পাবেন।
Snapdragon 8 Elite Chipsetএ কাজ করার প্রসেসর আছে। যেখানে LPDDR5X RAM আর UFS 4.o স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।
রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
চার্জ দেওয়ার জন্য ১২০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সমেত ৫৮০০ এম এ এইচ ব্যাটারি রয়েছে।
Amazon Great Festival Sale 2025 এ Realme GT 7 Pro ফোনে কি ডিল অফার করছে?
প্রথমে যখন লঞ্চ করা হয় তখন ১৬ জিবি + ৫১২ জিবির Realme GT 7 Pro মডেলটির ৬৫ হাজার ৯৯৯ টাকা দাম ছিল।
আবার Realme GT 7 Pro ফোনের ১২ জিবি+ ২৫৬ জিবি স্টোরেজের যে মডেল তার দাম ছিল ৫৯ হাজার ৯৯৯ টাকা।
এবার অ্যামাজন ফেস্টিভ্যাল সেল ২০২৫ এ এই দুটি মডেলেই ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে। ফলে অ্যামাজন ফেস্টিভাল সেল এর এই ছাড় দেওয়ার পর ফোনটি ৪৯ হাজার ৯৯৯ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
একইসঙ্গে ৫০০০ টাকার কুপন ১২ জিবি মডেলে কোম্পানি অফার করছে। ১৬ জিবির মডেলে ৬ হাজার টাকার কুপন অফার করা হচ্ছে।
এর অর্থ Realme GT 7 Pro ফোনের উপরে একেবারে সরাসরি ১৫ হাজার টাকার ছাড় মিলছে। তাহলে Realme GT 7 Pro ফোনের ১২ জিবি মডেল ৪৪৯৯৯ টাকায় বিক্রি হবে আর ১৬ জিবি মডেলটি ৪৯ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে।
এবার যদি SBI ক্রেডিট কার্ড এ পেমেন্ট করেন তাহলে ২০০০ টাকার আরো অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে সেখানে দাম আরো কমে ৪২ হাজার ৯৯৯ এবং ৪৭ হাজার ৯৯৯ টাকায় নেমে আসবে।
এবার হিসাব করলে দেখা যাবে অ্যামাজন ফেস্টিভাল সেল ২০২৫ এ টপ ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস এর ১৮ হাজার টাকা থেকে কম দামে পাওয়া যাচ্ছে এবং বেস ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস থেকে ১৭ হাজার টাকা কম দামে পাওয়া যাবে।
Realme GT 7 Pro মারস অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে রঙে পাবেন।
আর দেরি কেন? এক্ষুনি আমাজন ফেস্টিভাল সেল ২০২৫ এর এই সুযোগ হাতছাড়া করবেন না। অর্ডার করে ফেলুন, আর আপনার হাতে চলে আসুক এই নতুন ফিচার স্মার্টফোন।
Read More:—

