Airtel New Recharge Plan: ভারতের টেলিকম সংস্থা গুলির মধ্যে শীর্ষস্থানে যে কোম্পানিটি রয়েছে তাহল এয়ারটেল। এয়ারটেল এবার তার গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। ৩৬৫ দিনের মেয়াদ সহ তিনটি নতুন বাজেট-বান্ধব রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এই টেলিকম সংস্থা।
এয়ারটেলের গ্রাহকরা এবার প্রতিমাসের রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হয়ে এক বছরের জন্য সীমাহীন কলিং, SMS এর সাথে ইন্টারনেট অ্যাক্সেস করার সুবিধা উপভোগ করতে পারবেন।
এয়ারটেলের এই উল্লেখযোগ্য রিচার্জ প্ল্যান গুলি হল
- ₹১,৮৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যান,
- ₹২,২৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যান এবং ৩,৫৯৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান।
এবার এই এয়ারটেলের বিভিন্ন রিচার্জ প্ল্যানগুলি নিয়ে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। যারা এই রিচার্জ প্ল্যানগুলি ব্যবহার করতে ইচ্ছুক তারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
₹১,৮৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যান
এয়ারটেল তার গ্রাহকদের জন্য এক বছরের ভ্যালিডিটির যে প্ল্যান গুলি নিয়ে এসেছে তার মধ্যে সবথেকে কম বাজেটের প্ল্যানটি হল ১,৮৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যান। ১,৮৪৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন সীমাহীন স্থানীয় এবং STD কলিং এবং বছরে ৩,৬০০ SMS এর সুবিধা। তবে এক্ষেত্রে একটি কথা গ্রাহকদের মনে রাখতে হবে যে এই প্ল্যানে ইন্টারনেটের সুবিধা অন্তর্ভুক্ত নয়। যে সকল গ্রাহকরা ওয়াইফাই ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই প্ল্যানটি খুবই উপযোগী।
₹২,২৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যান
যে সকল গ্রাহকরা কলিং এবং এসএমএসের সাথে মাঝারি মাপের ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য এয়ারটেল সংস্থা নিয়ে এসেছে ২,২৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যান। এই প্ল্যান এর মাধ্যমে গ্রাহকরা পাবেন ৩৬৫ দিনের জন্য সীমাহীন কলিং এরসাথে প্রতিদিন ৩,৬০০টি এসএমএস এর সুবিধা। এই প্ল্যানে গ্ৰাহকরা ৩০ জিবি হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
৩,৫৯৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
যদি আপনার অফিসের কাজ বা স্ট্রিমিং, গেমিং এর জন্য হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে ₹১,৮৪৯ এবং ₹২,২৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যানটি আপনার তেমন কোনো কাজে আসবে না। একবছর ধরে কলিং এবং SMS এর সুবিধার সাথে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য এয়ারটেল নিয়ে এসেছে ৩,৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে এয়ারটেল অফার করে ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা।
প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়ার ফলে সারা বছর ধরে মোট ৯১২.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। ৯১২.৫ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস এরও সুবিধা রয়েছে। এছাড়াও যে সকল গ্রাহকদের ফাইভ জি স্মার্টফোন আছে তারা 5G ডেটা অ্যাক্সেসও করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানে Wynk Music এবং Airtel Xstream-এর সাবস্ক্রিপশনও পাবেন বিনামূল্যে।
সেরা প্ল্যান কোনটি?
এয়ারটেল এক বছরের জন্য বারবার রিচার্জ করার ঝামেলা মুক্ত পরিষেবা দেওয়ার জন্য যে তিনটি প্ল্যান নিয়ে এসেছে সেটি গ্রাহকদের কাছে খুবই উপযুক্ত। এবার প্রশ্ন হল এই রিচার্জ প্ল্যান গুলোর মধ্যে কোনটি সবথেকে সেরা? এই প্রশ্নের উত্তরে বলা যায় এক-একটি প্ল্যান এক-এক ধরনের গ্রাহকের কাছে সবথেকে মূল্যবান। যেমন ধরুন যে গ্রাহকরা কেবলমাত্র কলিং এবং SMS-এর সুবিধা নিতে চান তারা অনায়াসেই ₹১,৮৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন।
আবার যে সকল গ্রাহকদের এসএমএস এবং কলিং এর সুবিধার পাশাপাশি মাঝারি ধরনের ইন্টারনেট ব্যবহার করারও প্রয়োজন হয় তারা ₹২,২৪৯ এয়ারটেল রিচার্জ প্ল্যানটি রিচার্জ করবেন। আবার যে সকল গ্রাহক এসএমএস, কলিং এর সাথে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য ৩,৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানটিই সেরা।
কীভাবে রিচার্জ করবেন?
উপরে আমরা এয়ারটেলের তিনটি উল্লেখযোগ্য প্ল্যান নিয়ে আলোচনা করেছি। এবার আসা যাক এই রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকরা কিভাবে রিচার্জ করবেন সেই বিষয় নিয়ে। আপনার স্মার্টফোনে প্লে স্টোর থেকে Airtel Thanks অ্যাপটি ডাউনলোড করুন অথবা airtel.in ওয়েবসাইটে গিয়ে দীর্ঘমেয়াদী প্ল্যান বিভাগে যান।
দীর্ঘমেয়াদি প্ল্যান বিভাগে গিয়ে আপনার চাহিদা এবং বাজেট অনুসারে একটি প্ল্যান নির্বাচন করে UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করবেন। পেমেন্ট সফল হয়ে গেলে, আপনার নতুন প্ল্যানটি চালু হয়ে যাবে। আর এইভাবে প্ল্যানটি চালু করে আপনি সারা বছর কলিং এসএমএস এবং ইন্টারনেটের সীমাহীন পরিষেবা উপভোগ করুন।
এই আর্টিকেলটি লেখা হয়েছে জনসাধারণের উৎস এবং সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে। যে সকল গ্রাহকরা এই প্ল্যান গুলি রিচার্জ করার পরিকল্পনা করছেন তারা অবশ্যই রিচার্জ করার আগে এয়ারটেলের ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যানের সত্যতা যাচাই করে নেবেন।
Read More:—

