Recurring Deposit in Post Office: পোষ্ট অফিসের নতুন সরকারি স্কীম! পাঁচ বছর পরে পাবে, ফিক্সড নিশ্চিত রিটার্ন।

Recurring Deposit in Post Office —  প্রতি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে পাঁচ বছর পরে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। এই স্কিমে কোন মার্কেট রিস্ক নেই, এটি একটি সরকারি স্কীম! তাই ১০০ শতাংশ নিরাপদ। ব্যবসায়ী দিনমজুর চাকরিজীবী সবাই এই স্কিমে ইনভেস্ট করতে পারবে।  

পোস্ট অফিসের RD একাউন্ট সম্বন্ধে কিছু তথ্য

  • কারা পোস্ট অফিসের RD Account Open করতে পারবে  –
  • ভারতীয় নাগরিক হতে হবে 
  • 18 বছর উর্ধ্বে হলেই অ্যাকাউন্ট ওপেন করানো যাবে 
  • মাইনের একাউন্ট ওপেন করানো যাবে 
  • প্রাপ্তবয়স্ক নাগরিক 60+ হলেও এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। 

KYC করতে কি কি লাগবে?

  • আধার কার্ড 
  • প্যান কার্ড 
  • 2-3 Copy Photo
  • মোবাইল নাম্বার, ইমেইল আইডি 
  • Minor আইডির ক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেট, তার সাথে Guardian document। 
  • কত টাকা জমা রাখা যাবে?
  • Minimum – 500 থেকে শুরু
  • Maximum – No Limit (এখানে আপনারা যত ইচ্ছে তত টাকা জমাতে পারবেন )
  • Important ( কখন টাকা জমা দিতে হবে ) –

RD Account এর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়

  1. অ্যাকাউন্ট যদি ১ থেকে ১৫ তারিখের মধ্যে ওপেন করা হয় তাহলে প্রতি মাসে ১ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে। 
  2. অ্যাকাউন্ট যদি ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে ওপেন করা হয় তাহলে প্রতিমাসে ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে। 
  3. যদি আপনারা সময়ের পরে টাকা জমা দেন তবে আপনাদের পেনাল্টি দিতে হবে। 

Ex – ধরুন আপনি RD একাউন্ট ওপেন করলেন ১০ তারিখে , তাহলে আপনাকে ১ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা জমা দিতে হব। যদি আপনি ১৫ তারিখের পরে টাকা জমা দেন তাহলে ফাইন দিতে হবে। 

যদি আপনি RD Account Open করলেন ২১ তারিখে, তাহলে আপনাকে ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে, যদি আপনি ৩১ তারিখের পরে টাকা জমা দেন তাহলে ফাইন দিতে হবে। 

পেনাল্টি কত? ১০০ টাকায় ০১ টাকা। 

ট্যাক্স বেনিফিট— Tax এর কোনো বেনিফিট পাওয়া যায় না। 

নমিনির সুবিধা— আপনারা চাইলে এক বা দুই জনকে নমিনি রাখতে পারবেন।

RD Advance ডিপোজিট ফ্যাসিলিটি

  • যদি আপনারা 6 বা 12 মাসের টাকা একবারে জমা দেন তাহলে, কিছু বোনাস পাবেন। 
  • 6 মাসের টাকা একবারে জমা দিলে 10 টাকার বোনাস পাবেন। 
  • 12 মাসের টাকা একবারে জমা দিলে 40 টাকার বোনাস পাবেন। 
  • এই দুটো ডেট ছাড়া কোনরকম বোনাস পাবেন না। 

টাকা তোলা এবং একাউন্ট বন্ধ

Account থেকে দুইভাবে টাকা তোলা যাবে। 

  1. Loan—  01 বছর টাকা জমা দেওয়ার পর জমা রাশির 50% loan পাওয়া যাবে। 
  2. Prematurity— 03 বছর পর আপনি আপনার RD Account prematurity করাতে পারবেন, তখন আপনি savings bank account এর interest rate পাবেন (4%)। 

সুদের হার— 6.7% বার্ষিক।

একাউন্ট কিভাবে খুলবেন?

Step 1 — সবার প্রথম পোস্ট অফিস থেকে ফর্ম ১ সংগ্রহ করুন, এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।

Step 2 — সঠিকভাবে পূরণ করে Form- টি পোস্ট অফিসে জমা দিবেন।

Step 3 — 

আপনি যদি ফরম পূরণ করতে না পারেন সে ক্ষেত্রে এজেন্টের দ্বারা পূরণ করাতে পারেন! এই ফর্মগুলো অনলাইন থেকেও ডাউনলোড করে আপনারা পূরণ করতে পারেন।

Step 4 — 

KYC বাধ্যতামূলক, তাই আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। (PAN card, Aadhar card, voter card, passport, driving licence etc)

Step 5— 

  • ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে আপনাকে ক্যাশ টাকা বা চেক দিতে হবে!
  • যদি আপনারা ক্যাশ টাকা দেন তাহলে RD Account পাশবই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে।
  • যদি আপনি চেক দেন তাহলে দুই থেকে তিনদিন পর আপনাকে RD Passbook দেয়া হবে।
  • পাশবই যত্ন করে রাখবেন যখন ম্যাচুরিটি হবে —  সেই সময় এই পাশবই কিন্তু দরকারি না হলে কোনভাবে আপনি টাকা তুলতে পারবেন না।

Visit Post Office Website

FAQ

১) RD কি Online Open করা যায়?

না, শুধুমাত্র Post Office offline open করা যায়।

২) RD-তে কি TAX বেনিফিট পাওয়া যায়?

না, RD 80C সেকশনে পড়ে না। No Tax Benefits.

৩)  Time এর আগে দরকার পড়লে টাকা পাওয়া যাবে কি?

হ্যাঁ। 1 বছর পরে লোন! 3 বছর পরে Prematured close 

৪) RD কি Safe ?

হ্যাঁ, পুরোপুরি সরকারি স্কিম – 100% নিরাপদ।

৫) মাত্র 500 টাকায় কি সত্যিই RD শুরু করা যায়?

হ্যাঁ, মাসে মাত্র ₹500 দিয়েই RD শুরু করা যায়।

৬) দেরি করে টাকা জমা দিলে কি হয়?

প্রতি ₹100-এ ₹1 পেনাল্টি কাটা হবে। 

Read More:— 

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।