West Bengal SIR Hearing: SIR কাদের নাম বাদ যাচ্ছে দেখুন! কাদের বাড়ি হেয়ারিং নোটিশ যাবে?

West Bengal SIR Hearing: নমস্কার বন্ধুরা। আপনারা ইতিমধ্যেই SIR-এর ফর্ম জমা করেছেন। আপনাদেরকে হেয়ারিং এর জন্য ডাকবে কিনা? আপনার বাড়িতে নোটিশ আসবে কিনা, কিভাবে বুঝবেন? এছাড়াও কাদের নাম সরাসরি কেটে দেয়া হবে? কাদের নাম লিস্টে থাকবে না?

সে বিষয়ে আমরা আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। ০৯ই ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া (Draft) তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে ২৫শে নভেম্বরের মধ্যে BLO-দের অ্যাপে ফর্মগুলো আপলোডের কাজ শেষ করতে হবে। যদিও ২৫শে নভেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে পারবে কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে।

কারণ BLO-দের যে অ্যাপ সেটা ঠিকঠাক কাজ করছে না। সার্ভারের সমস্যা রয়েছে সেই কারণে। তো ০৪ঠা ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন, মানে ওই তারিখের মধ্যে করতেই হবে। ২৫শে নভেম্বর লাস্ট ডেট ঠিকই, কিন্তু আসল লাস্ট ডেট হচ্ছে চৌঠা ডিসেম্বর।

কাদের নাম বাদ পড়বে?

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পরই ঝাড়াই-বাছাই। প্রশ্ন হচ্ছে ওই তালিকায় কাদের নাম থাকবে? কমিশনের তরফ থেকে জানানো হয়েছে— যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকায়! আগামী ৯ই ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশ করা হবে । তবে যারা মারা গেছেন বা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, তাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে ।

কাদের নাম বাদ পড়বে?

  • মৃত ভোটার— যারা মারা গেছেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে ফর্ম জমা দেওয়া হয়নি বা ভেরিফিকেশনে মৃত প্রমাণিত হয়েছেন!
  • ভুল ঠিকানা— যাদের নির্দিষ্ট ঠিকানায় বা বাড়িতে গিয়ে বিএলও-রা খুঁজে পাননি।
  • ডবল এন্ট্রি— যাদের নাম দুই জায়গায় আছে । অর্থাৎ আপনার নাম দুটো বুথেই রয়েছে। দুটো বুথেই আপনি ফর্ম জমা দিচ্ছেন সেটা কিন্তু আইনত অপরাধ সেটা বলা হয়েছে।

তবে মনে রাখবেন, ফর্মে ভুল লিখলেই যে সরাসরি নাম কেটে দেবে, এমনটা নয়। ভুল হলে আপনাকে শুনানির সুযোগ দেওয়া হবে ।

হেয়ারিং বা শুনানির জন্য কাদের ডাকা হবে?

শেষ এস.আই.আর ম্যাপিং এ অমিল হলে! মানে আপনি যে SIR-এর ঘরটা দিয়েছেন বামদিক/ডানদিক যেটা পূরণ করেছিলেন ফর্মে। তো সেখানে যদি আপনি ভুল তথ্য দেন বা সেখানে মিলছে না অমিল। সেক্ষেত্রে কিন্তু শুনানীর জন্য ডাকা হতে পারে। হেয়ারিং এর জন্য নোটিস আসতে পারে।

হেয়ারিং-এ গেলে কি ডকুমেন্ট দেখাতে হবে?

যদি আপনার বাড়িতে হেয়ারিং-এর নোটিস আসে, তখন কী করবেন? ঘাবড়াবেন না। কমিশন যে ১১টি বৈধ নথির লিস্ট দিয়েছে, তার মধ্যে যেকোনো একটি অরিজিনাল নথি নিয়ে আপনাকে যেতে হবে। ২০০২ সালের লিস্টে নাম না থাকলেও, বৈধ ডকুমেন্ট (যেমন রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি) দেখাতে পারলে আপনার নাম ফাইনাল ভোটার তালিকায় উঠে যাবে ।

নোটিস এলে কি নাম কেটে দেবে?

একদমই না! নোটিস আসা মানে কমিশন আপনার তথ্য যাচাই করতে চাইছে। আপনি যদি শুনানিতে গিয়ে সঠিক কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেন, তাহলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ফাইনাল লিস্টে আপনার নাম অবশ্যই থাকবে। আপনার নাম কেউ কাটবে না।

আশা করি আপনাদের সমস্ত বিভ্রান্তি দূর হয়েছে। অযথা ভয় পাবেন না, কাগজপত্র ঠিক থাকলে আপনার নাম সুরক্ষিত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে। আর পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ!

Read More:— 

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।