SIR Status Check Online: BLO আপনার SIR ফর্ম আপলোড করেছে কিনা? চেক করে নিন এইভাবে!

SIR Status Check Online: বর্তমানে রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে ধুম পড়ে গেছে। কেউ অনলাইনে নিজে থেকে আবার কেউবা অফলাইনে BLO-এর মাধ্যমে SIR-এর ফর্ম ফিলাপ করেছেন। সে আপনি যেভাবেই SIR জমা করুন না কেন, আপনার SIR-এর ফর্ম BLO ভোটার পোর্টালে আপলোড করেছেন কিনা? সেটা চেক করেছেন কি?

যদি না করে থাকেন, কোনো চিন্তা নেই! আজকের এই আর্টিকেলে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে দিচ্ছি— যে কিভাবে আপনার হাতের ফোন থেকে নিজের SIR ফর্ম স্ট্যাটাস চেক করবেন? অফলাইন বা অনলাইন যে মাধ্যমেই ফর্ম জমা করে থাকুন, অনলাইনে স্ট্যাটাস চেক অবশ্যই দেখে নেবেন।

কারন আপনি মনে করছেন, আমি তো BLO-কে ফর্ম জমা করে দিয়েছি এবং রিসিভ কপি নিয়ে রেখেছি। আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু আপনার নিজেরও তো একবার নিশ্চিত হওয়া দরকার, যে আপনার এলাকার BLO অনলাইনে আপনার পুরন করা SIR ফর্ম আপলোড করেছে, কি করেনি।

BLO আপনার SIR ফর্ম আপলোড করেছে কিনা? চেক করুন

১) প্রথমে, আপনাকে ভোটার কার্ডের সরকারি পোর্টালে voters.eci.gov.in ভিজিট করতে হবে।

২) এরপরে, এই পোর্টালে আপনাকে Registered Mobile No./Email ID/EPIC No দিয়ে, লগইন করতে হবে। যদি ইতিমধ্যে একাউন্ট না থাকে, তাহলে এই পোর্টালে একটা একাউন্ট বানিয়ে নিন।

৩) লগইন করার পর, ভোটার পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে Services অপশনের মধ্যে থেকে Special Intensive Revision (SIR) – 2026 এই অপশনের নীচে Fill Enumeration Form অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপরে, রাজ্যের নাম West Bengal বাছাই করবেন এবং নিজের ভোটার কার্ডের নম্বর বসিয়ে Search অপশনে ক্লিক করবেন।

৫) এরপরে, আপনার ভোটার কার্ডের সমস্ত Prefilled Information দেখাবে। এখানে, আপনার মোবাইল নম্বরে Send OTP অপশনে ক্লিক করবেন। এবং OTP বসিয়ে Verify করে নেবেন।

SIR Status Check Online
SIR Status Check Online

৬) যদি উপরের ছবিটির মতো স্ট্যাটাস দেখায় – তারমানে BLO আপনার SIR ফর্ম অনলাইনে সাবমিট করে দিয়েছে।

৭) কিন্তু, যাদের নীচের ছবিটির মতো স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের SIR ফর্ম BLO এখনো অনলাইনে সাবমিট করেনি।

SIR Status Check Online

যদি আপনার ভোটার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক থাকে, তাহলেই একমাত্র এই স্ট্যাটাস চেক করতে পারবেন। না-হলে আপনি নিজে থেকে চেক করতে পারবেন না।

যাদের BLO SIR ফর্ম অনলাইনে আপলোড করেনি, তারা কি করবে?

প্রথমে, যারা অনলাইনে SIR ফর্ম পুরন করেছেন—

এদের SIR ফর্ম ফিলাপ করা হয়ে গেছে। এরপরে, উপরের এই স্লিপটা ডাউনলোড করতে হবে, যেখানে লেখা আছে— Your Enumeration Form has been submitted successfully।

আপনারা নিজের এলাকার BLO কে এই স্লিপটা জমা করুন। তারপরে BLO অনলাইনে আপলোড করে দেবে। তাই যারা অনলাইনে নিজে নিজে SIR ফর্ম পূরন করেছেন, তারা অতি সত্বর নিজের BLO কে এই স্লিপটা জমা দিন।

যারা অফলাইনে SIR ফর্ম পুরন করেছেন—

অলরেডি আপনার BLO আপনার নামে পুরন করা ফর্ম জমা নিয়েছে এবং আপনাকে একটি রিসিভ কপি দিয়েছে। আপনাদের কিছু করার দরকার নেই। BLO তার সময় মতো এই SIR ফর্ম অনলাইনে আপলোড করে দেবে।

এখন BLO দের কাজের প্রচুর প্রেসার। তারপরে, ভোটার পোরটালের সার্ভারের সমস্যা রয়েছে। BLO-রাও আপনার-আমার মতো সাধারন মানুষ। সময়ের আগে তাদের কাজ পুরন করতে হবে। তাই নিশ্চিন্ত থাকুন।

Read More:— 

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।