লঞ্চ হলো ভারতের প্রথম ফ্যমিলি SUV স্কুটার! সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার্স।

Family SUV Scooter: বর্তমানে বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডিজেল বা পেট্রোলের খরচের হাত থেকে রেহাই পেতে ইলেকট্রনিক স্কুটার অনেকটাই সাশ্রয় মনে করছেন রাইডাররা। চাহিদা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলো আরো বেশি করে উন্নত মানের ফিচারস সম্পন্ন ইলেকট্রনিক স্কুটার বাজারে আনতে চলেছেন।

সম্প্রতি দেশের মধ্যে ইলেকট্রনিক টু হুইলার দুটি মডেল FAM 1.0 এবং FAM 2.0 নামক নতুন স্কুটার লঞ্চ করলো কোমাকি সংস্থা। এই সংস্থা একসঙ্গে দুটি স্কুটার বাজারে লঞ্চ করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই দুটি মডেলই ভারতের প্রথম SUV স্কুটার।

এদের প্রধান বৈশিষ্ট্য হলো, আরামদায়ক পরিবহন এবং উন্নত মানের ফিচারস, টেকসই এবং পরিবারের ব্যবহারের জন্য উপযুক্ত। দুই চাকার পরিবর্তে তিন চাকার এই স্কুটার ঘড়ি ঘরোয়া ব্যবহার ছাড়াও বাণিজ্যিক ব্যবহারের জন্য একদম উপযুক্ত। এই দুটি মডেল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হলো এই প্রতিবেদনে।

ব্যাটারি ব্যাকআপ

ইলেকট্রনিক স্কুটারের ক্ষেত্রে সবথেকে আসল পার্ট হল ব্যাটারি। বাজারের লঞ্চ হওয়া এই দুটি মডেলের ব্যবহার করা হয়েছে উন্নত মানের Lipo4 ব্যাটারি, যার ফলে ৩০০০ থেকে ৫০০০ চার্জ পর্যন্ত নেওয়ার ক্ষমতা রাখে। একবার চার্জ দিলেই দীর্ঘক্ষণ ব্যবহার করার সুযোগ রয়েছে।

যেহেতু এই ব্যাটারি লিথিয়াম দ্বারা নির্মিত তাই হালকা ও ছোট হওয়ার কারণে ওভার হিটিং ক্ষমতা রয়েছে। এইজন্য আগুন বা বিস্ফোরণজনিত ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। দ্রুত চার্জিং হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই চার্জ হয়ে যায়। ইলেকট্রনিক স্কুটি হওয়ার জন্য এটি পরিবেশবান্ধব।

ব্রেকিং সিস্টেম

এই দুটি মডেলের স্কুটারে যুক্ত করা হয়েছে সেলফ-ডায়াগনোসিস সিস্টেম। এর ফলে যদি কোন যান্ত্রিক ত্রুটি দেখা যায়, তাহলে রাইডারকে সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা দিয়ে দেয় এই সিস্টেম। এছাড়া অনেক যানজটের মধ্যেও স্কুটার ঘোরানো অনেকটা সহজ হয় এই সিস্টেম থাকার জন্য। বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে এই দুটি মডেলের যুক্ত করা হয়েছে হোল্ড ফিচার সহ বিশেষ ব্রেক লিভার। এই সিস্টেম অনেক ব্রেকিং সিস্টেমকে স্থিতিশীল রাখতে কার্যকরী ভূমিকা রাখে।

স্কুটারের পারফরমেন্স ও রেঞ্জ

স্কুটারে ড্যাশবোর্ডও বেশ উন্নত মানের দেওয়া হয়েছে, এছাড়া স্মার্ট ডিসপ্লেতে রাইড সম্পর্কিত তথ্য, নেভিগেশন ও কল অ্যালার্ট দেওয়া রয়েছে, যার ফলে চালক খুব সহজেই স্কুটার সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পারবেন।স্পিড ও পাওয়ার কন্ট্রোলের জন্য যুক্ত করা হয়েছে একাধিক গিয়ার মোড।

পারফরম্যান্সের দিক থেকে FAM ১.০ দুর্দান্ত মাইলেজ দেয়। একবার ফুল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত এবং FAM ২.০ একবার ফুল চার্জে প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পর্যন্ত যেতে পারে।

অন্যান্য সুবিধা

কোমাকি সংস্থা এই দুটি মডেলের স্কুটার কে এতটাই নতুন ডিজাইনের তৈরি করেছে যেটাতে আরামদায়ক আসন উপলব্ধ রয়েছে, ৮০ লিটারের বিশাল বুট স্পেস, ও সামনে ছোট ঝুড়ি থাকার জন্য দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই উপযোগী। মজবুত মেটালিক বডি, LED DRL ইন্ডিকেটর, হ্যান্ড ব্রেক ও ফুট ব্রেক স্কুটারটিকে অনন্য মাত্র এনে দিয়েছে।

SUV স্কুটারের দাম

কোমাকি এই মডেল দুটি স্কুটারের দাম খুবই সাশ্রয়ী রেখেছেন। স্কুটার FAM 1.0-এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা এবং FAM 2.0-এর দাম ১,২৬,৯৯৯ টাকা।

কোমাকি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নতুন লঞ্চ হওয়া এই দুটি ইলেকট্রনিক মডেল স্কুটারের মধ্যে উন্নত লিথিয়াম ব্যাটারি, উন্নত পারফরমেন্স ক্ষমতা, আরামদায়ক পরিবহন, দুর্দান্ত মাইলেজ এর সাথে অত্যন্ত সাশ্রয়ীর মূল্য এই দুটি মডেল স্কুটারকে বর্তমানে বাজারে থাকা অন্যান্য ইলেকট্রনিক গাড়ির সাথে প্রতিযোগিতায় প্রথম সারিতে রাখবে।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।