মাত্র ₹54,999 টাকায় ১১০ কিমি মাইলেজ! দেখুন Hero Splendor Electric Bike

Hero Splendor Electric Bike: বর্তমানের যেভাবে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে তাতে বেশিরভাগ ব্যক্তি ইলেকট্রিক স্কুটি বা বাইকের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আপনি যদি এই মুহূর্তে একটি ভালো ইলেকট্রিক বাইক ক্রয় করতে ইচ্ছুক থাকেন, অথচ খুঁজছেন এমন একটি বাইক, যেটার দাম অল্পের মধ্যে হলেও মাইলেজ থাকবে দুর্দান্ত তবে আপনার জন্য সেরা হতে পারে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইক। এই বাইকে কি কি নতুন বৈশিষ্ট্য রয়েছে, দাম কিরকম পড়বে এছাড়া আরও অন্যান্য তথ্য পেতে প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

দাম ও রেঞ্জ ক্ষমতা

আপনার যদি হাতে বাজেট খুবই কম থাকে, তাহলে মাত্র ৫৪,৯৯৯ টাকার মধ্যে তাহলেই আপনি ১১০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে ৪০০ কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন এই বাইকটি ক্রয় করতে পারবেন।

হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকের বৈশিষ্ট্য

দিন প্রতিদিন মানুষের ইলেকট্রিক বাইক বা স্কুটির ওপর নির্ভরতা এবং আগ্রহের জন্য হিরো মোটোকর্প নতুন হিরো স্প্লেন্ডার ইলেকট্রনিক বাইক চালু করেছে। এই বাইকটি পরিবেশবান্ধব এছাড়া রেঞ্জ ভালো হওয়ার জন্য দুর্দান্ত মাইলেজ ক্ষমতা রয়েছে। ইলেকট্রনিক যে সমস্ত বাইকগুলো নতুন উঠেছে তার মধ্যে হিরো স্প্লেন্ডার ইলেকট্রনিক বাইক একটা অন্যতম বাইক হিসেবে পরিচিতি পেয়েছে।

টু হুইলার ইলেকট্রিক বাইকের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, এই বাইকটিতে সবগুলি বিদ্যমান রয়েছে। এই হিরো স্প্লেন্ডার বাইক এর মধ্যে এমন কিছু নতুন বৈশিষ্ট্য আনা হয়েছে, যেগুলি বেসরকারি কোম্পানি দ্বারা তৈরি বাইকগুলোর সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে ক্ষমতা রাখে। এত সমস্ত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও খুবই সাশ্রয়ই মূল্যে আপনার বাজেটের মধ্যেই আপনি এটি ক্রয় করতে পারবেন।

নতুন অভিনব ফিচার

হিরো স্প্লেন্ডার ইলেকট্রনিক বাইক এমন ভাবে ডিজাইন করা হয়েছে, ক্লাসিক এবং বৈদ্যুতিক ইলেকট্রনিক বাইক দুটোরই বৈশিষ্ট্য সংযুক্ত থাকে। এই বাইকের এলইডি হেডলাইট এবং টেললাইট এমন ভাবে সজ্জিত করা হয়েছে যাতে একটা প্রিমিয়াম লুক আনতে পারে। অ্যালয় হুইলগুলো দুর্দান্ত স্টাইলে বানানো হয়েছে। এর কর্মক্ষমতা অর্থাৎ টেকসই অনেকটাই উন্নত করা হয়েছে।

ব্যাটারি ফিচার

ইলেকট্রিক বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্যাটারি। হিরো স্প্লেন্ডার বাইকটিতে ৩.৫ কিলোওয়াট-ঘন্টা (kWh) লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত করা হয়েছে, যেটাতে আপনি একবার চার্জ দিলে ৪০০ থেকে ৩৫০ কিলোমিটার রেঞ্জ অতিক্রম করতে পারবেন।

অর্থাৎ আপনার মাঝে মাঝে চার্জ দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। সম্পূর্ণ ব্যাটারি চার্জ হতে সময় নেয় মাত্র চার থেকে পাঁচ ঘন্টা। এতটা কম সময় চার্জ দিয়েও আপনি এতটা পথ খুব সহজেই যেতে পারবেন যেটা এই ব্যাটারির মূল বৈশিষ্ট্য। এছাড়া বাইকটিতে ৫ কিলোওয়াট BLDC হাব মোটর যুক্ত করা হয়েছে, যার ফলে ঘন্টায় ৭৫ থেকে ১১০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে রান করবে।

ব্রেকিং ও সাসপেনশন বৈশিষ্ট্য

গ্রাহকদের নিরাপত্তা এবং আরামদায়কতার কথা মাথায় রেখেই ব্রেকিং সিস্টেম করা হয়েছে, যাতে অনেক দূর পর্যন্ত যাত্রা করলেও বাইক আরোহীর কোনরকম সমস্যা না হয়। হিরো স্প্লেন্ডার বাইক এর সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এই দুটোই যুক্ত করা হয়েছে। এই দুটি ব্রেক সিস্টেমকে ভারসাম্য আনার জন্য একটা সম্মিলিত ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

সাসপেনশন সিস্টেমে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে। সাসপেনশন সিস্টেমকে এমন ভাবে তৈরি করার কারণ হলো যাতে এবড়ো খেবড়ো অসমতল রাস্তায় আরামদায়ক যাত্রা পাওয়া যায়।

অন্যান্য নতুন ফিচার

হিরো স্প্লেন্ডার বাইকটিতে আরো যে নতুন ফিচার যুক্ত করা হয়েছে সেগুলো হল :- ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, GPS ট্র্যাকিং, মোবাইল সংযোগ, রিয়েল-টাইম ব্যাটারি স্ট্যাটাস, রেঞ্জ ইন্ডিকেটর, রিভার্স মোড, পার্কিং অ্যাসিস্ট, রিজেনারেটিভ ব্রেকিং, OTA আপডেট এবং স্মার্ট চার্জিং অ্যালার্ট। এ নতুন সমস্ত বৈশিষ্ট্যগুলো এই বাইকটির কার্যক্ষমতা বৃদ্ধি করাবে এবং অনেক ভালো মাইলেজ দেবে এছাড়া বাইকটি অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে।

Hero Splendor Electric Bike-এর দাম

প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,০৫,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকার মধ্যে। তবে আপনি ১০ হাজার টাকা দিয়ে ২০০০ টাকার মধ্যে ডাউন পেমেন্ট করে বাকি টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন। প্রত্যেক মাসে ২৫০০ থেকে ৩৫০০ করে পরিশোধ করলেই আপনার বাইকের মুড দাম পরিশোধ করা হয়ে যাবে।

আপনি যদি সাশ্রয়ী মূল্যে একাধিক নতুন ফিচার সম্পন্ন দারুন মাইলেজ ও দ্রুত গতি রেঞ্জ সম্পন্ন, উন্নত ব্যাটারি চার্জিং ক্ষমতা সহ বাইক ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইক।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।