MSME Loan Scheme: কেন্দ্র সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন প্রকার প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে দেশের জনসাধারণ আর্থিক সহায়তা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের এমনই আরেকটি প্রকল্প হল MSME প্রকল্প। এই প্রকল্পে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করার জন্য লোন দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই লোন প্রকল্পে গৃহিণী, বেকার, শ্রমিক, হকার এবং ব্যবসায়ীরা আধার কার্ড ইস্যু করে আবেদন করতে পারেন। এই প্রকল্প সংক্রান্ত অন্যান্য তথ্য আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
বর্তমানে চাকরির যে আকাল অবস্থা শুরু হয়েছে, যার জন্য চাকরি না পেয়ে অনেক শিক্ষিত যুবক-যুবতী বেকার অবস্থায় ঘরে বসে রয়েছেন। চাকরির পরিবর্তে ব্যবসা শুরু করতে হলেও প্রথম দিকে মূলধন বিনিয়োগ প্রয়োজন। যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা অনুন্নত, তাদের পক্ষে ব্যবসায় মূলধন বিনিয়োগ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।
এইজন্য বেকার যুবক-যুবতীরা ব্যবসা শুরু করার মনোবল বা আর্থিক সম্বল না পেয়ে কিছুটা হীনমন্যতায় ভোগে। এজন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করার জন্য একটি লোনের ব্যবস্থা করেছেন। ব্যবসায় এই লোন দেওয়ার প্রকল্পকে MSME প্রকল্প বলা হয়ে থাকে।
প্রকল্পের মূল লক্ষ্য
যে সমস্ত বেকার যুবক-যুবতী, এছাড়া গৃহিণী ও শ্রমিক ও হকার যারা রয়েছেন যাদের ব্যবসা করার ইচ্ছা রয়েছে কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার জন্য ব্যবসা শুরু করতে পারছেন না তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয় এবং ব্যবসা শুরু করার জন্য প্রশিক্ষণও পাওয়া যায়, যার মাধ্যমে আপনি প্রশিক্ষণ পেয়ে যে কোন একটি ব্যবসা শুরু করতে পারবেন।
এক কথা বলা যায় ছোট ও মাঝারি ব্যবসা শুরু করার উদ্যোগ এবং বেকার যুবক-যুবতীদের অল্প সুদে লোন দিয়ে সাহায্য করা এই প্রকল্পের মূল লক্ষ্য। কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং MSME লোনের জন্য কোথায় আবেদন করবেন, আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে এ সকল তথ্য বিস্তারিত জেনে নিন এ প্রতিবেদনের মাধ্যমে।
MSME প্রকল্পে আবেদনের যোগ্যত-
- আপনাকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- আপনার বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
- আপনাকে যে কোন একটি ব্যবসা শুরু করতে হবে। অর্থাৎ ফ্রেশারদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য
- জিএসটি সার্টিফিকেট থাকলে আবেদন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।
- লোন নেওয়ার ক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটু বিষের ছাড় দেওয়া হয় লোনের ক্ষেত্রে। তাদের জন্য একটু বেশি লোন বরাদ্দ করা হয়ে থাকে।
- কোন ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণ থাকলে এবং প্রশিক্ষণ সার্টিফিকেট থাকলে লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড।
- বাসস্থান প্রমাণপত্র।
- ব্যবসা পরিকল্পনার রিপোর্ট।
- GST সার্টিফিকেট ( যদি থাকে)।
- পাসপোর্ট সাইজ ছবি।
- ক্রেডিট স্কোর রিপোর্ট।
- ব্যাংক একাউন্ট নম্বর।
আবেদন প্রক্রিয়া
- আবেদনকারীকে সর্বপ্রথম সরকারি অফিসিয়াল ওয়েবসাইট udyamregistration.gov.in-এ যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বৈধ ইমেল আইডি দিয়ে।
- এরপর যদি আপনার GST সার্টিফিকেট থাকে,কি তাহলে সেই অপশন খুঁজে বার করুন এবং তারপরে আবেদনপত্র পূরণ করুন। এতে আপনার আবেদন প্রক্রিয়ার সহজতর হবে। যদি এই সার্টিফিকেট না থাকে তাহলে সরাসরি নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করুন।
- আবেদন পত্র যে সমস্ত চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন নম্বরটি সেভ করে রাখুন।
আবেদন করার পর কেন্দ্রীয় সরকারের অফিসাররা আপনার আবেদনপত্র এবং ডকুমেন্ট যাচাই করবেন। এটা করতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে। এরপরই আপনার আবেদনপত্র গ্রান্টেড হয়ে গেলে আপনি MSME প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এবং আপনার নিজস্ব ব্যাংক একাউন্টে লোনের টাকা চলে আসবে যেটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন।
MSME লোনের সুবিধা
বর্তমানে যে সমস্ত বেকার যুবক-যুবতীরা চাকরির পরিবর্তক হিসেবে ব্যবসা শুরু করতে চাইছেন এবং ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত মূলধন হাতে নেই অথচ যে কোনো জায়গা থেকেও লোন নিলেও বিশেষ করে ব্যাংক থেকে অনেক টাকা সুদ গুনতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের MSME প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে অনেক কম সুদে আপনাকে লোন দেওয়া হবে।
এছাড়াও বেকার যুবক যুবতীদের জন্য লোনের ওপর সাবসিডি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ লোনের একটা অংশ আপনাকে ফেরত দিতে হবে না। আর এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের MSME প্রকল্পে সব থেকে বড় ভালো দিক।
আপনার যদি GST সার্টিফিকেট থাকে তাহলে আবেদন প্রক্রিয়া অনেক দ্রুত হয়। এই লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করলে নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং স্বনির্ভরশীল হতে পারবেন। এছাড়াও অন্যান্য সুবিধা হিসাবে আপনি এই লোনের উপর কর ছাড়ের সুবিধা পান। GST রেজিস্ট্রেড ব্যবসা হলে ক্রেডিট রেটিং ভালো হয়, যা ভবিষ্যতে আরও লোন পাওয়া সহজ করে তোলে।
এক কথায় বলতে গেলে, বেকার যুবক যুবতীদের জন্য স্বনির্ভরশীল হওয়ার প্রথম পদক্ষেপ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের এই MSME প্রকল্প, যার মাধ্যমে খুব অল্প সুদে আপনি ব্যবসা শুরু করার জন্য লোন পাচ্ছেন, যার মাধ্যমে আপনার জীবন যাত্রার মান উন্নত হচ্ছে এবং আপনি আর্থিকভাবে স্বনির্ভরশীল হতে পারছেন।
Read More:—

