Jio Offer:— দেশজুড়ে টেলিকম সেক্টরে এক বৈপ্লবিক পরিবর্তনে এনে দিয়েছিল রিলায়েন্স জিও Reliance Jio একটা সময় যখন ফোনে আউটগোয়িং এবং ইনকামিং দুই ক্ষেত্রেই পয়সা দিতে হতো যথেষ্ট বেশি পরিমাণে, ঠিক সেই সময় রিলায়েন্স দেশবাসীর হাতে খুব সস্তায় স্মার্টফোন ধরিয়ে দেয়।
আর সেই Strategy যেকোন জায়গায় পৌঁছে দেয় রিলায়েন্স কোম্পানিকে, তা এখন সহজেই বোঝা যায়। যতগুলি টেলিকম সেক্টরের কোম্পানি রয়েছে, এই মুহূর্তে সবথেকে বেশি নেটওয়ার্ক রয়েছে রিলায়েন্স জিওর। সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন, কখন, কোন কোম্পানি সস্তায় রিচার্জ প্ল্যান (Cheapest Recharge Plan) অফার করছে।
কারণ এই মুহূর্তে স্মার্টফোন ছাড়া যেমন জীবন চলে না, ঠিক তেমনি রিচার্জ প্ল্যান এর দামও টেলিকম কোম্পানিগুলো এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বাধ্য হয়েই সাধারণ মানুষকে সেই চড়া ধরে রিচার্জ প্ল্যান কিনতে হচ্ছে।
আর এখানেই সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন, কোন টেলিকম কোম্পানি এই মুহূর্তে খুব সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছেন। যেখানে খুব সহজেই প্রতিদিনের প্রয়োজনীয় ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন।
আর এই ক্ষেত্রে এবার জিও তার গ্রাহকদের জন্য এমন একটি Recharge Plan চালু করেছে যা রীতিমত ধামাকাদার বলা যেতে পারে। এই প্ল্যানে একজন রিচার্জ করবেন, অথচ পরিবারের ৪জন সেই রিচার্জের সুবিধা ভোগ করতে পারবেন। আসুন একবার এই প্ল্যান সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কি প্ল্যান অফার করছে রিলায়েন্স জিও?
জিওর গ্রাহক সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আর সেই দিকে লক্ষ্য রেখে কোম্পানির তরফে একের পর এক অফার শুরু হয়েছে। এবার জিও তার গ্রাহকদের জন্য এমন একটি পোস্টপেইড প্ল্যান (Postpaid Plan) চালু করেছে, যেখানে এক রিচার্জে তিনজন ইউজার তার ফোন চালাতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত পরিমাণে ইন্টারনেট ডেটা এবং কলিং এর সুবিধা পাবেন।
জিওর একটি পোস্টপেইড প্ল্যান, যেখানে ফ্যামিলি অ্যাড অন এর সুবিধা রয়েছে।
এই প্ল্যানে একজন গ্রাহক অর্থাৎ প্রাইমারি ইউজার যিনি, তিনি তার সঙ্গে তিনজন অতিরিক্ত মেম্বার যোগ করতে পারবেন। ফলে প্রতিটি অ্যাড অন সদস্যের জন্য মাত্র ১৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।
এক্ষেত্রে যার অর্থ, ৪৪৯ টাকা দিয়ে রিচার্জ করলে তার সঙ্গে ১৫০ টাকা যোগ হবে এবং দুইজন অতিরিক্ত। তাহলে অংকটি দাঁড়াবে ৪৪৯+১৫০x২ = ৭৫৯ টাকা খরচ করলে তিনজন মোবাইল পরিষেবা এই প্ল্যানে ব্যবহার করতে পারবেন।
জিওর এই রিচার্জ প্ল্যানে ৭৫ জিবি হাই স্পিড ডেটা অফার করা হচ্ছে। থাকছে আনলিমিটেড কলিং, যা যেকোনো নেটওয়ার্কেই কল করা যাবে। জিওর গ্রাহকরা এই প্ল্যানে পাবেন প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা।
Jio পোস্টপেইড প্ল্যানের খরচ কত?
এই নির্ধারিত প্ল্যানের দাম হল ৪৪৯ টাকা। যেটি একজন ইউজারের খরচ হিসেবে প্ল্যানে ধরা হয়েছে। এইবার এর সঙ্গে ফ্যামিলি অ্যাড অন করলে প্ল্যানের দাম বাড়বে। তিন জনের জন্য এটা একটি সস্তায় ভ্যালু ফর মানি প্ল্যান বলা যেতে পারে।
জিও গ্রাহকদের জন্য আরও একটি ২০০ দিনের ভ্যালিডিটিসহ সস্তার রিচার্জ প্ল্যান:
জিওর এই প্রিপেড প্ল্যানটির দাম ২০২৫ টাকা। অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি রিচার্জ প্ল্যান। ২০০ দিন পর্যন্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। জিও ইউজাররা ৬ মাস পর্যন্ত এই প্ল্যানে রিচার্জ করলে ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন।
প্রতিদিন ২.৫ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে ২০০ দিন পর্যন্ত এই রিচার্জ প্ল্যানে। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং, আনলিমিটেড ৫জি ডেটাসহ ৯০ দিনের জন্য Jio Hotstar এর বিনামূল্যের subscription
Jio Anniversary Celebration Offer
জিওর এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন (Jio Hotstar Subscription) অফার করছে। এই প্ল্যানটির নাম অ্যানিভার্সারি সেলিব্রেশন অফার। এর অর্থ হল এই প্ল্যান যদি কোনো জিও ইউজাররা নেন, তাহলে তারা প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা এবং বিনামূল্যে OTT কন্টেন্ট দেখার সুবিধা পাবেন।
Read More:—

