SSY Yojana:— দেশ, রাজ্য বা সমাজ তখনই সার্বিকভাবে উন্নতির দিকে এগোতে পারে, যদি পুরুষ এবং মহিলা একই সাথে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন। মহিলাদের স্বনির্ভর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান সময়ে যেভাবে অর্থনৈতিক পরিস্থিতি দিনের পর দিন যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে, সেখানে একটি পরিবারে যদি পুরুষের পাশাপাশি একজন মহিলা সদস্যও নিজের স্বনির্ভর হন বা কোনো চাকরি বা ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে সেই পরিবারটি আর্থিকভাবে স্বাবলম্বী হয়।
তার ফলে সমাজ, রাজ্য তথা দেশের সার্বিক শ্রীবৃদ্ধি হয়। এখনো পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে বিয়ে দিতে হবে। তার উচ্চশিক্ষা বা সে কিভাবে নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে, তা নিয়ে কিন্তু খুব কম সংখ্যক পরিবার ভাবনা চিন্তা করে থাকেন। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাচ্ছে। বর্তমানে সরকারের তরফ থেকে যেভাবে কন্যা সন্তানদের পড়াশোনা উচ্চশিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একাধিক স্কিম রচনা করে বাস্তবায়িত করা হচ্ছে, ঠিক সেইভাবে বহু পরিবারের পক্ষ থেকেও কন্যা সন্তানকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে।
কিন্তু বহু সময় দেখা যায়, কোনো পরিবার তার কন্যা সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করলে অর্থের অভাবে হয়ে ওঠে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটি চালু করেছে, সেই প্রকল্পের মাধ্যমে বাড়িতে কন্যা সন্তান থাকলে তার উচ্চশিক্ষা অথবা বিবাহের খরচ নিয়ে বাবা-মাকে বিরাট কোনো চিন্তা করতে হবে না।
তাই কন্যা সন্তান জন্মালেই একটা সময় যেমন বিভিন্ন পরিবারে ইতিউতি কথা উঠতে দেখা যেত, যে কেন পুত্র সন্তান হলো না? সেই ধরনের বস্তাপচা ধ্যানধারণা এখন অনেকখানি বদলে গিয়েছে। তাই কন্যা সন্তান থাকলে তার উচ্চশিক্ষা বা বিবাহের জন্য চিন্তাভাবনা না করার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে একটি নতুন প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন ওই কন্যা সন্তানের পরিবার।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য
কেন্দ্রীয় সরকারের এই যোজনার নাম— সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)!
SSY অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন?
সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট একমাত্র কন্যা সন্তানের নামেই খোলা যাবে। সেক্ষেত্রে, আপনার স্থানীয় পোস্ট অফিস অথবা যেকোনো ব্যাংক যেমন SBI, ব্যাঙ্ক অফ বরোদা, PNB, অ্যাক্সিস ব্যাঙ্ক, এই ব্যাঙ্কগুলিতে খুলতে পারবেন।
SSY অ্যাকাউন্ট খোলার যোগ্যতা
১০ বছর বয়সের কম হলে কন্যা সন্তানের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়।
অ্যাকাউন্ট খোলার জন্য তার বাবা মা, অভিভাবক বা আইনগত অভিভাবক এই দায়িত্ব নেবেন।
প্রতি পরিবারে সর্বোচ্চ দুইজন কন্যা সন্তানের জন্য দুটি আলাদা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যাবে। একসঙ্গে যমজ কন্যা সন্তান যদি জন্মায়, তাহলে তিনটি অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।
প্রয়োজনীয় নথি
- কন্যা সন্তানের জন্মসংসাপত্র বা বার্থ সার্টিফিকেট,
- অভিভাবকের পরিচয় পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড,
- পাসপোর্ট সাইজের ফটো,
- রেসিডেন্সিয়াল প্রুফ বা ঠিকানার প্রমাণ!
প্রতিবছরে কমপক্ষে ২৫০ টাকা বিনিয়োগ করেই কন্যা সন্তানের জন্য এই এসএসওয়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং মেয়াদ শেষে পাবেন ১০ লক্ষ টাকা বা তার অধিক।
সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY-এর তাৎপর্য
এই অ্যাকাউন্ট লং-টার্ম স্মল সেভিংস স্কিম (Long-Term Small Savings Scheme)। একমাত্র কন্যা সন্তানের জন্যই খুলতে পারেন। সেই কন্যা সন্তানের বয়স যদি ১০ বছরের কম হয়, তাহলে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও‘ অভিযানের অংশ হিসেবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় নাম লেখাতে পারবেন।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য— মেয়েরা যাতে উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষিত হতে পারেন এবং নিজে স্বনির্ভর হতে পারেন। পাশাপাশি অনেক পরিবারে মেয়ের বিয়ের সময় বাবা মাকে যাতে টাকার জন্য চিন্তা ভাবনা না করতে হয়, সেই সন্তানের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, সেই দিকে লক্ষ্য রেখেই এই প্রকল্প গড়ে তোলা হয়েছে।
SSY অ্যাকাউন্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এখানে সঞ্চয় করলে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এটি EEE Category -র আওতায় পড়ছে। ইনকাম ট্যাক্স এর 80C ধারার নিয়মে বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যাবে। অ্যাকাউন্টের ম্যাচিউরিটি হয়ে গেলে টাকা প্রদান করার সময়ও সেই টাকা পুরোপুরি করমুক্ত হবে। জমা করার সুদেও কোনো ট্যাক্স দিতে হয় না।
এই প্রকল্পটিকে আগামী দিনে আরো আপডেট করে যাতে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়, তাই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। অভিভাবকরা যাতে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে SSY অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। সমস্ত কাজই,যেমন টাকা জমা থেকে শুরু করে সবকিছুই মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করবেন কেন?
- যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের পরিচালিত সরকারি সঞ্চয় প্রকল্প তাই এতে কোনো ঝুঁকি নেই।
- একেবারে কম সংখ্যক টাকা থেকে বড় অংকের পরিমাণ এই অ্যাকাউন্টে তৈরি হয় এবং যার ফলে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হয়।
- যেহেতু কেন্দ্রীয় সরকার অনুমোদিত তাই একেবারে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যাবে।
- সম্পূর্ণ ট্যাক্স সাশ্রয়ী অ্যাকাউন্ট।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্যা সন্তানের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত থাকে।
উদাহরণস্বরূপ বলা যায়, যদি প্রতিমাসে এক হাজার টাকা করে জমা দেন এই অ্যাকাউন্টে তাহলে বছরে ১২০০০ টাকা জমা দেওয়া হয়। সেক্ষেত্রে ১৫ বছর জমা দিলে মোট জমার অংকেও দাঁড়াবে ১.৮ লক্ষ টাকা। এবার চক্রবৃদ্ধি হারে সুদের জন্য ২১ বছর শেষে সেই টাকাই গিয়ে দাঁড়াবে ৪.৫ লক্ষ টাকার অধিক।
SSY অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা তুলবেন?
দশম শ্রেণী বা মাধ্যমিক পাস করলে উচ্চ শিক্ষার খরচ বাবদ অ্যাকাউন্ট থেকে মোট ৫০ শতাংশ টাকা তোলা যাবে। ১৮ বছর বয়স হলে এই অ্যাকাউন্ট থেকে একটা অংশের টাকা তুলতে পারবেন। কন্যা সন্তানের ২১ বছর বয়স অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেলে পুরো টাকা তুলে নিতে পারবেন।
যদি বিয়ের জন্য প্রয়োজন হয়, তাহলে একমাস আগে থেকে তিন মাস পর পর্যন্ত টাকা তোলার সুযোগ থাকছে। প্রয়োজনীয় বৈধ ডকুমেন্টস জমা দিলেই টাকা দিয়ে দেওয়া হবে।
SSY VS অন্যান্য সেভিংস স্কিম
SSY Scheme-এ পূর্ণ EEE অর্থাৎ ট্যাক্স ছাড়ের সুবিধা রয়েছে। যেখানে মেয়াদ ২১ বছর এবং সুদের হার ৮.২%, সেখানে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ট্যাক্স ছাড় সীমিত। ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৫ থেকে ৬ শতাংশ সুদ পাওয়া যায়।
আবার LIC পলিসির ক্ষেত্রে যদি ধরা হয় তাহলেও ট্যাক্স ছাড় সীমিত। বিভিন্ন ধরনের মেয়াদে ৫ থেকে ৭ শতাংশ সুদ মেলে। এমনকি PPF অ্যাকাউন্টে ট্যাক্স ছাড় থাকলেও ১৫ বছর মেয়াদে ৭.১% সুদ পাওয়া যায়।
ফলে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সর্বোচ্চ সুদ পাওয়া যায় এবং ট্যাক্স সুবিধা পাওয়া যায়। তাই অযথা দেরি না করে কন্যা সন্তান থাকলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই অ্যাকাউন্ট এক্ষুনি খুলতে পারেন। তাতে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
Read More:—

