LPG GAS Price: এই পুজোয় গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৩০০ টাকা! কিভাবে পাবে দেখে নাও।

LPG GAS Price:— বিশ্বজুড়ে আপামর বাঙালি অপেক্ষায় থাকে এই কটা দিনের জন্য। শারদীয়া দুর্গোৎসবকে (Durga Puja) কেন্দ্র করে বাঙালির আনন্দ আবেগের কোনো সীমা থাকে না। জীবনের সমস্ত ব্যস্ততাকে দূরে ছুড়ে ফেলে দিয়ে দুর্গা পুজোয় আনন্দে মেতে ওঠে আপামর বাঙালি। বর্তমানে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর (UNESCO) তরফে হেরিটেজ স্বীকৃতি পাওয়ার ফলে সারা বিশ্ব জুড়েই দুর্গা পুজোকে কেন্দ্র করে একটা আনন্দের আবহও গড়ে উঠেছে।

ইতিমধ্যেই জানা গিয়েছে, আমেরিকা, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশ থেকে মিডিয়া কলকাতায় আসছে দুর্গাপুজো কভার করার জন্য। আর এই দুর্গাপুজোকে ঘিরেই বহু মানুষের রুটি রুজির বন্দোবস্ত হয়ে থাকে। ফলে শুধুমাত্র বাঙালির কাছে আনন্দের উৎসব বলে নয়, দুর্গাপূজো এই মুহূর্তে দেশের সর্বশ্রেষ্ঠ একটি ধর্মীয় উৎসবের আকার নিয়ে নিয়েছে।

ফলে এই উৎসবকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে সে কেন্দ্র বা রাজ্য, যে সরকারই হোক না কেন, সকলেই মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের আনন্দের শরিক হওয়ার চেষ্টা করে থাকে। এবার সেরকমই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাঙালির মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার।

কি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার?

দুর্গাপুজোর মরশুমে দেশজুড়ে নিম্ন মধ্যবিত্ত, গরিব শ্রেণীর মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে মানুষ পুজোর মরশুমে আনন্দের সঙ্গে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি পরিবারের সকলকে নিয়ে উৎসবে মেতে উঠতে পারবেন। তার সব থেকে বড় কারণ হলো, রান্না ঘরের অর্থাৎ রান্নার হেসেলে যদি কোনো রকম স্বস্তি মেলে, তাহলে সারা পরিবারেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল এবং সরকারের সাবসিডি নীতির পরিবর্তন হওয়ার কারণে গ্যাসের দাম সাধারণ (LPG Rates Hike) মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। বর্তমানে এলপিজি রান্নার গ্যাস একেবারে আকাশ ছোঁয়া দাম। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্ত অন্ততপক্ষে বাংলার দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে স্বস্তি এনে দেবে।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সুফল পাবেন কারা?

দেশ জুড়ে বহু পরিবারে কাঠকয়লা পুড়িয়ে রান্নার প্রচলন ছিল। আর যার ফলে পরিবেশ দূষণের মাত্রাও দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারীদের নামে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojona) নামক একটি প্রকল্পের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যেহেতু এলপিজি গ্যাস সিলিন্ডার (Lpg GAS Cylinder) পরিবেশ বান্ধব, ধোঁয়া বিহীন এবং দূষণ নিয়ন্ত্রণযোগ্য জ্বালানি হিসেবে প্রমাণিত, তাই গ্রামীণ এলাকায় এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলারা জ্বালানি ব্যবহার করার ফলে তাদের শারীরিক এবং পরিবেশগত দিক থেকেও যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি তৈরী হয়েছে। এখানে বলে রাখা ভালো, সমস্ত গ্রাহক কিন্তু এই সুবিধা পাবেন না। একমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক যারা অর্থাৎ PMUY গ্রাহকরাই এই দাম কমানোর সুবিধাটি পেতে চলেছেন।

পূর্বে ১৪.২ কেজি এলপিজি গ্যাস PMUY গ্রাহকদের জন্য দাম ছিল ৯০০ টাকা প্রায়।

এবার কেন্দ্রীয় সরকার নতুন সিদ্ধান্তে ৩০০ টাকা ছাড় দিয়েছে। তার ফলে ৬০০ টাকা দিয়ে উজ্জ্বলা যোজনার অধীন গ্রাহকরা এই এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

এর অর্থ PMUY গ্রাহকরা এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা ছাড় পেতে চলেছেন। যার ফলে অনেকটাই স্বস্তির নিশ্বাস পড়বে তাদের পরিবারে। যেহেতু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরাই এই সুবিধা পাচ্ছেন, তাই যদি আপনিও এই সুবিধা পেতে চান এবং নির্দিষ্ট যোগ্যতাবলী বা শর্তাবলী যা রয়েছে তার অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে পি এম ইউ ওয়াই এর এই এলপিজি গ্যাসের জন্য আবেদন করতে পারেন।

PM উজ্জ্বলা যোজনার গ্যাস পাওয়ার যোগ্যতা

  • প্রথমেই আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
  • বয়স সীমা অন্ততপক্ষে ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
  • দারিদ্র সীমার নিচে পরিবারের অন্তর্ভুক্তি থাকতে হবে এবং আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং মোবাইল নম্বর সহ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে।
  • তবে একটা কথা গুরুত্বপূর্ণ, যদি আগেই কোনো এলপিজি সংযোগ থাকে তাহলে এই সুবিধা পাওয়া যাবে না।
  • আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক অবশ্যই জরুরি।

দেশবাসীর দাবিসমূহ

যেহেতু এই সুবিধার অন্তর্ভুক্ত হচ্ছেন একমাত্র PMUY গ্রাহকরা, তাই এর বাইরে থাকা গ্রাহকেরা কিন্তু কোনো সুবিধা পাবেন না। তাই অনেক সময় দেখা যায়, দারিদ্র্য সীমার নিচে না থাকলেও সাধারণ মধ্যবিত্ত পরিবারও যারা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেন, বিভিন্ন শর্তাবলীর নিরিখে তারা হয়তো উজ্জ্বলা যোজনার সুবিধা পান না, কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম যদি কম হয়, তাহলে তাদের পরিবারেও নেমে আসতে পারে মুখের চওড়া হাসি।

যদিও উজ্জ্বলা যোজনার গ্যাসে ৩০০ টাকার ছাড় নিঃসন্দেহে পুজোর আগে স্বস্তি তৈরি করে দেবে যারা এই নির্দিষ্ট প্রকল্পের গ্রাহক। কিন্তু দেশবাসীর দাবি সমূহ হলো, যাতে সরকার চেষ্টা করে আরো যারা সাধারণ অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া মানুষ আছেন, কষ্ট করে দিন যাপন করেন, তাদের জন্য এলপিজি সিলিন্ডারে কিছু ছাড় পাওয়া যায়, তাহলে উৎসবের আনন্দ আরও দ্বিগুণ হয়ে উঠবে।

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য

উজ্জলা যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার কোটি কোটি পরিবারকে এলপিজি সংযোগ দেওয়ার চেষ্টা করেছেন। যার ফলে রান্নার সময় সাশ্রয় হচ্ছে, পরিবেশ দূষণ বন্ধ হচ্ছে। যে সমস্ত মহিলারা এর আগে কাঠ কয়লা পুড়িয়ে রান্না করতেন, তাদের শরীরের উপরে যে প্রভাব পড়তো, তা থেকে তারা অনেকটা মুক্ত হয়েছেন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়ানোর ফলে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় বলেই মনে করা হচ্ছে। কিন্তু এই নির্দিষ্ট PMUY প্রকল্পে ৩০০ টাকা গ্যাসের দাম কমার মধ্য দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বার্তাও রয়েছে।

প্রথমেই যদি রাজনৈতিক এবং সামাজিক প্রভাবের দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, কেন্দ্রীয় সরকার উৎসবের সময় সাধারণ মানুষের পাশে থাকার একটা বার্তা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাসের দাম জেট গতিতে বেড়ে যাওয়ায় সাধারণ পরিবারের মানুষের কাছে তা কিনে দিনযাপন করা প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছিল। সেই জায়গায় প্রতিটি নিম্ন আয়ের মানুষের কাছে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

এবার কমানো সম্ভব হয়েছে তার মূল কারণ হলো, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা কমে গিয়েছে। যার ফলে পেট্রোলিয়াম দ্রব্যের দামও আগামী দিনে কমতে পারে। তাই এই সময়ে সরকারও রান্নার গ্যাস নির্দিষ্ট একটি প্রকল্পে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

উৎসবের সময়ে সমস্ত পরিবারেই খরচ কিন্তু বাড়তে থাকে। সেই সময় যদি রান্নার হেঁশেলে স্বস্তি দেওয়ার জন্য সরকার LPG সিলিন্ডারের দাম কম করে দেয়, তার ফলে সেই পরিবারটি উৎসবের মুখে আরো তার আনন্দকে বাড়িয়ে তুলতে পারবে। এটা সহজেই স্পষ্ট হয়ে যায়। তাই এই সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশবাসীর পাশে দাঁড়ানোর একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে।

Read More:—

Leave a Comment

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।