Business Idea:- প্রতিমাসে আয় হবে ৫০ হাজার টাকা! ছাত্রছাত্রীদের জন্য সেরা ব্যবসার আইডিয়া।

Business Idea:- সারা দুনিয়া অনলাইন হয়ে গেলেও, এমন কিছু পরিষেবা বা সার্ভিস রয়েছে যা এখনো অফলাইন এবং সারা জীবন অফলাইনে থাকবে। এর মধ্যে অন্যতম একটা ব্যবসা হল ফিজিওথেরাপি সার্ভিস (Physiotherapy Services) বা ব্যবসা। এই সার্ভিস একদিকে যেমন অতি গুরুত্বপূর্ণ, অন্যদিকে এই বিজনেস করে বিশাল ইনকামের সুযোগ রয়েছে।

মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট (Investment) করে, এই ব্যবসা শুরু করা যায়! এমন একটা ইউনিক স্টার্ট-আপ (Startup) বা ব্যবসার (Business) আইডিয়া তোমাদের জানাবো, যেখান থেকে মাত্র তিন মাসের মধ্যেই আয় করা সম্ভব।

অসংগঠিত ফিজিওথেরাপি সার্ভিস

‘ভারতের সাধারণ মানুষ ফিজিওথেরাপি সার্ভিসের পিছনে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করেন’। এই তথ্য একটা গবেষণায় জানা গেছে। বেশিরভাগ জায়গায় এই পরিষেবা অফলাইনে অসংগঠিতভাবে হয়ে থাকে।

বাইরের দেশে ফিজিওথেরাপি হোম সার্ভিস অনেক জনপ্রিয়। যেখানে টেকনিশিয়ানরা রোগীর বাড়িতে গিয়ে এই থেরাপি প্রদান করে। কিন্তু ভারতবর্ষে এটি একটি নতুন সার্ভিস। তাই, এটাই সঠিক সময় এই বিজনেস শুরু করার।

Read More:-

ছাত্র-ছাত্রীদের জন্য ফিজিওথেরাপির ব্যবসায় ক্যারিয়ার

তুমি যদি বর্তমানে স্কুল বা কলেজে পড়াশোনা করছো, বা পড়াশোনা শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে, নিজে একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ শুরু করতে পারো।

Business For Student
Business For Student

এই ব্যবসায় কত লাভ হতে পারে 

  • তুমি নিজে ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) হলে, প্রতি সেশনে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করতে পারবে।
  • যেখানে রোগীর বাড়িতে যাতায়াত ভাড়া, ইকুপমেন্ট (Equipment) ফি, এই সমস্ত কিছু বাদ দিয়েও, ২০০ থেকে ৩০০ টাকা শুধু নেট প্রফিট থাকবে, প্রতি সেশনে। 
  • এবার দিনে একজন বা দু’জন কাস্টমার হলেও, প্রতি মাসে কত আয় হবে? সেটা হিসাব করে নাও। 

যোগ্যতা ও ইনভেসমেন্ট

তুমি যদি সরাসরি এই ব্যবসাটি করতে চাও তাহলে তোমাকে একজন ডিগ্রী প্রাপ্ত ফিজিওথেরাপিস্ট হতে হবে। যা হতে গেলে Diploma in Physiotherapy (D.P.T.) এই প্রশিক্ষন করতে হয়।

  • যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তারা সরাসরি এই কোর্সে ভর্তি হতে পারো। বিভিন্ন কলেজ অনুযায়ী এই প্রশিক্ষনের ফি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ৪০,০০০ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে।
  • এই কোর্স সফলভাবে সম্পূর্ণ করলে, তুমি নিজে একজন ফিজিওথেরাপিস্ট হয়ে যাবে। সরকারি স্বীকৃত একটা সার্টিফিকেট পাবে। যেখানে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার অনুমতি থাকবে।
  • অথবা, যদি এই কোর্স করার সময়-সুযোগ না থাকে! তাহলে, একজন সার্ভিস এগ্রিগেটার (Service Aggregator) বিজনেস শুরু করতে পারো।

ফিজিওথেরাপিস্ট এগ্রিগেটর বিজনেস

তোমার কাছে ইনভেস্টমেন্ট করার জন্য মূলধন বা পুঁজি থাকে! তাহলে, নিজে সরাসরি থেরাপিস্ট না হয়েও এই ব্যবসা করা যায়।

  • প্রথমেই, তোমার নিজের এলাকার ১০ থেকে ১৫ জন হোম সার্ভিস দিতে ইচ্ছুক, এমন ফিজিওথেরাপিস্ট জোগাড় করতে হবে । এবং একটা টিম তৈরি করতে হবে।
  • এবার তোমাকে কাস্টমার বা গ্রাহক খুঁজতে হবে। Whatsapp বিজনেস, ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজ, ওয়েবসাইট এইগুলো ব্যবহার করে।
  • কাস্টমার নিজে থেকে ফিজিওথেরাপির জন্য অনলাইনে বুকিং করবে।
  • বুকিং পাবার পর, তোমার টিমের মধ্যে যে কাউকে ওই নির্দিষ্ট কাস্টমার বা গ্রাহকের বাড়িতে পাঠাও, সে ফিজিওথেরাপি দেবে এবং ক্লায়েন্ট এর কাছ থেকে টাকা কালেক্ট করবে।
  • এখানে তুমি ওই রোগী ও ফিজিওথেরাপিস্টের মাঝখান থেকে ১০ থেকে ২০% কমিশন রাখবে।

এভাবে তুমি একজন এগ্রিগেটর বা মিডিয়েটর হয়ে আয় করতে পারবে। এক্ষেত্রে, তুমি ৫ থেকে ১০% কমিশন রাখো তাহলে, ফিজিওথেরাপিস্ট তোমার কাছে লম্বা সময় ধরে কাজ করবে এবং গ্রাহকদের ওপরে বেশি ফি প্রযোজ্য হবে না।

ফোন থেকে ফিজিওথেরাপি সার্ভিসের ব্যবসা

যেহেতু ফিজিওথেরাপি সার্ভিস বেসড ব্যবসা (Service Based), তাই এটা নিজের ফোন থেকে অনলাইনে করতে শুরু পারবে। এর জন্য কোন দোকান বা চেম্বারের প্রয়োজন হবে না।

নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করে, বিজ্ঞাপনের মাধ্যমে তুমি নতুন কাস্টমার বা গ্রাহক পেতে পারো। তখন গ্রাহক বা কাস্টমারের বাড়িতে ভিজিট করে ফিজিওথেরাপি করবে।

ইনকাম

যদি তুমি একজন বিজনেস এগ্রিগেটর হও তাহলে প্রতি সেশানে কম করে ১০% কমিশন রাখবে। সেক্ষেত্রে, দিনে চার থেকে পাঁচ জন গ্রাহক পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যতজন ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি দেবে, সেই হিসাবে প্রতিদিন কত ইনকাম হবে? প্রতি মাসে কত ইনকাম হবে? সেটা হিসাব করে নাও। 

বিজনেস এগ্রিগেটার হিসাবে ব্যবসা করলে ঝুঁকি যেমন বেশি সেরকম ইনকাম বেশি।  প্রতিদিন তিন থেকে পাঁচজন রোগীর বাড়িতে ভিজিট করে ফিজিওথেরাপি দিলে, প্রতি মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে। শুধু প্রয়োজন হবে ফিজিওথেরাপিস্টের সমস্ত ইকুপমেন্ট, বিজ্ঞাপন বা প্রচারের খরচ।

সরাসরি Diploma in Physiotherapy (D.P.T.) কোর্সে ভর্তি হয়ে যাও, অথবা একজন এগ্রিগেটার হয়ে, এই ব্যবসা শুরু করতে পারো। সুবিধা হচ্ছে এখানে তোমাকে মার্কেটিং করতে হবে অর্ডার নিতে হবে এবং সার্ভিস ডেলিভার করতে হবে।

Read More:-

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।