প্রতিমাসে ৭০ হাজার আয়! মেশিন বা দোকান কিছুই লাগবে না — Toothbrush Business

বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার আশা যেখানে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে তাদের জন্যই নতুন করে জীবন শুরু করার পথ খুলে দিচ্ছে বিভিন্ন ব্যবসার সুযোগ। বিশেষ করে কম পুঁজিতে ভালো রোজগারের (Earnings) জন্য নিত্যনতুন ব্যবসার আইডিয়া (Business Idea) আমাদের পেজের মাধ্যমে প্রতিনিয়তই তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে।

আজকের প্রতিবেদনের মাধ্যমেও আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আসা হয়েছে, যেখানে স্বল্প পুঁজিতেই অধিক মাত্রায় রোজগার করতে পারবেন আপনি।

আজকে আমরা এমন একটি কম বিনিয়োগের ব্যবসার আইডিয়া (Low Investment Business) আপনাদেরকে দিতে চলেছি, যেখানে আপনাদের কাছে খুব বেশি মূলধন বা বিনিয়োগের জন্য টাকার প্রয়োজন হবে না। এর পাশাপাশি এই ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা ও প্রায় নেই বললেই চলে। তাই আর দেরি কিসের? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

টুথ ব্রাশের ব্যবসা (Toothbrush Business)

সকালে উঠেই সব থেকে বেশি যে জিনিসটি প্রয়োজন হয়, তা হল টুথব্রাশ। যেকোনো ব্যবসা শুরু করার আগে, অবশ্যই সেই ব্যবসার কতটা পরিমাণে চাহিদা রয়েছে অথবা আপনি যে পণ্য বিক্রয় করতে চাইছেন সেই পণ্য সাধারণ বাজারে কতটা পরিমাণে বিক্রি হতে পারে সেই বিষয়ে একটা ধারণা করে নেওয়া উচিত। আর এমনই একটি নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে টুথব্রাশ।

Toothbrush Distribution & Selling Business

টুথব্রাশের ব্যবসা শুরু করার ক্ষেত্রে একাধিক সুযোগ-সুবিধা রয়েছে। এর পাশাপাশি আপনি যদি সাধারণ টুথব্রাশের বদলে বাঁশের টুথব্রাশ (Bamboo Toothbrush) বিক্রি করতে পারেন, তাহলে লাভের সম্ভাবনা অনেকটাই বেশি। এর মূল কারণ হলো-

— বর্তমানে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে। এই কারণে বেশিরভাগ মানুষই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।

— পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বাঁশের টুথব্রাশ বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে।

— সোশ্যাল মিডিয়ায় প্রচার এর ক্ষেত্রেও নতুন একটি ভাব ধরার সঙ্গে বাঁশের টুথব্রাশের প্রচার করতে পারবেন।

— টুথব্রাশ বিক্রির ব্যবসার ক্ষেত্রে কোন রকম দোকান বা মেশিনের প্রয়োজন হয় না। এর ফলে এই ব্যবসায় খরচের পরিমাণও অত্যন্ত কম।

কীভাবে ব্যবসা শুরু করবেন?

আপনি যদি স্বল্প মূলধনে এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে আপনাকে কারখানা, মেশিন কিংবা দোকান কোনটাই প্রতিষ্ঠা করতে হবে না। প্রাথমিকভাবে আপনি ডিস্ট্রিবিউটার বা রিসেলার হিসেবে কাজ শুরু করতে পারেন। অতিরিক্ত পরিমাণে মুনাফা আসতে থাকলে তখন আপনি পরবর্তী সময়ে কারখানা অথবা দোকান করার কথা ভাবতে পারেন।

প্রাথমিকভাবে বাড়িতে থেকেই শুধুমাত্র বাঁশের টুথব্রাশের স্টক সংগ্রহ করে সেটা পুনরায় বিক্রি করতে পারেন। তবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি যদি বাঁশের টুথব্রাশ তৈরি হচ্ছে, এমন জায়গার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অত্যন্ত অল্প মূল্যেই আপনি রিটেলার বা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন।

ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় গবেষণা ধাপ

১) এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনাকে প্রস্তুত মাল কোথায় পাবেন, সেই জায়গাগুলি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আপনি Google বা B2B সাইট থেকে বাঁশের টুথব্রাশ প্রস্তুতকারকদের খুঁজে বার করুন।

২) এরপর ভালো মানের টুথব্রাশ স্বল্প বিনিয়োগের মাধ্যমে নিজের স্টকে সংগ্রহ করে নিন।

৩) এরপর বিভিন্ন টুথব্রাশের জন্য বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন দিয়ে প্যাকেজিং করে নিন। এক্ষেত্রে আপনি- বাচ্চাদের জন্য Kids টুথব্রাশ, ফ্যামিলি প্যাক অথবা ট্রাভেল প্যাক এর মত অপশন রাখতে পারেন।

৪) প্রয়োজনে অতিরিক্ত ডিসকাউন্ট অথবা বিনামূল্যে টুথপেস্ট দেওয়ার মতো অফার শুরু করতে পারেন।

ব্যবসার অগ্রগতি

— এই ব্যবসার অগ্রগতির জন্য আপনি প্রাথমিকভাবে বিভিন্ন স্টল শুরু করতে পারেন।

— আপনি জনপ্রিয় এলাকার মধ্যে অথবা শপিংমলে আপনার তৈরি করা জিনিসগুলি বিক্রয় করতে পারেন।

— বর্তমানে প্রচলিত বিভিন্ন এক্সিবিশন বা মেলায় প্লাস্টিক বন্ধ এবং পরিবেশ বাঁচানোর জন্য সামঞ্জস্যপূর্ণ ট্যাগ লাইনের সাহায্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

— পাশাপাশি অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেও নিজের ব্যবসার অগ্রগতি করা যেতে পারে।

— ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া সাইটে টুথব্রাশের অ্যাডভার্টাইজমেন্ট দিন এবং সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করুন।

মোট খরচ ও লাভের পরিমাণ

এই ব্যবসার মাধ্যমে প্রাথমিকভাবে প্রোডাক্ট কিনতে, মার্কেটিং এর জন্য এবং অন্যান্য খরচ মিলিয়ে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। প্রাথমিকভাবে এই স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে প্রতি মাসে অধিক পরিমাণে রোজগার করতে পারেন।

বিক্রয়ের ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ১০০ টি টুথব্রাশ বিক্রি করতে পারেন, তাহলে ১০০ টাকা দামের টুথব্রাশ বিক্রি করে প্রতিদিনে ১০ হাজার টাকার রোজগার করা সম্ভব। এইভাবেই আপনি মাসে প্রায় তিন লক্ষ টাকা রোজগার করতে পারবেন। এর মাঝখান থেকে আপনার যাবতীয় খরচ বাদ দিয়েও মোট লাভের পরিমাণ হবে প্রায় ৭৫ হাজার।

ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ মহিলারা কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তি সকলেই এই ব্যবসা শুরু করতে পারেন। তাই আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না থেকে নিজের ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে দুর্দান্ত এই সুযোগে ব্যবসা শুরু করে দিন।

Also Read— 

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।