আগস্ট মাস থেকে এই ৫টি ব্যবসা শুরু করো! প্রতিদিন হাজার হাজার টাকা আয়। – August Business Idea

August Business Idea – আজকের মূল্যবৃদ্ধির বাজারে রোজগার করা এবং সর্বোপরি ভালো পরিবারের রোজগার করা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুরু হয়ে গিয়েছে আগস্ট মাস, তাই নিজের বেকারত্ব ঘোচাতে বা রোজগারের পাশাপাশি পার্টটাইম হিসেবে কাজ করার জন্য বেছে নিতে পারেন এই ৫টি দুর্দান্ত আয়ের উপায়।

ঘরে বসে আয় করার বর্তমানে একাধিক পথ রয়েছে। তবে আছে আমরা এমন একটি ব্যবসার সম্পর্কে বলতে চাচ্ছি, যেখানে নিজের বাড়িতে বসে এই মাস থেকেই শুরু করে দিতে পারেন এই কাজগুলি। এই ব্যবসা শুরু করলে প্রতিমাসের দ্বিগুণ তিনগুণ হারে রোজগার করতে পারবেন। তাহলে চলুন, আর বেশি দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আগস্ট মাসে ব্যবসার সেরা সুযোগ

এখন ইতিমধ্যেই আগস্ট মাস শুরু হয়ে গিয়েছে, বর্ষা প্রায় শেষের দিকে। এই সময়ে মাটি যথেষ্ট পরিমাণে আদ্র থাকে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোন সবজি চাষের জন্য আদর্শ হয়ে থাকে বাংলার মাটি।

Read More:- প্রতিদিন আয় হবে ২০০০ টাকা! একটা ছোট ঘরেই শুরু করো এই ব্যবসা।

বিশেষ করে কম খরচে বেশি লাভ করতে চাইলে, আগস্ট মাস থেকেই শুরু করে দিতে পারেন এই বিশেষ সবজির চাষ। এটি তো শুধুমাত্র আপনার দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করবে তাই নয়, বরং বাইরে বাজারে বিক্রি করতে পারলে প্রতিদিন অধিক পরিমাণে লাভ দেবে আপনাকেই।

August Business Idea
August Business Idea

পেশা হিসেবে কৃষি কাজ

ভারতের মতো কৃষিভিত্তিক দেশে প্রচুর মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন প্রজন্মের কৃষি ক্ষেত্রের ওপর অনীহা, দেশ আর অর্থনীতিকে সংকটের মুখে ফেলে দিয়েছে। তবে আপনি যদি নিজের বাড়িতেই অতিরিক্ত কিছুটা জায়গায় বেশ কিছু সবজি চাষ শুরু করেন, তাহলে আপনার মূলধন প্রায় লাগবে না বললেই চলে।

Read More:- প্রতিমাসে ১.৫ লক্ষ টাকা! শুরু করো খাতা, নোটবুক তৈরি করার ব্যবসা।

কারণ আগস্ট মাসে অর্থাৎ বর্ষার শেষ সময়ে বৃষ্টিতে ভিজে মাটি যথেষ্ট পরিমাণে আদ্র থাকে। এই সময়ে সার্চ করা সবজি স্থানীয় বাজার ছাড়াও পাইকারি হাটে যথেষ্ট ভালো দামে বিক্রি করা যায়। অর্থাৎ পেশা হিসাবে আগস্ট মাসের কৃষিকাজকে বেছে নেওয়া একটি ভালো ব্যবসার আইডিয়া হতে পারে।

কোন কোন সবজির চাষ এই সময় হবে?

বর্তমান সময়ে আপনি নিজের বাড়িতে চাষ করার জন্য পাঁচটি সবজি বেছে নিতে পারেন –

১) পালং শাক

চাষের সময়– আগস্ট থেকে ফেব্রুয়ারি।

ফসল কাটার সময়– বীজ বপনের ২৫ থেকে ৩০ দিনের মধ্যে।

পালং শাক
পালং শাক

লাভের পরিমাণ– সারা বছর ধরেই বাজারে পালং শাকের চাহিদা থাকে। আগস্ট মাসে আপনি যদি এই বিশেষ সাতটি চাষ করতে পারেন তাহলে প্রতিদিন কেটে কেটে নিজের বাড়িতে ব্যবহারের পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন।

২) মুলো

চাষের সময়- আগস্ট থেকে সেপ্টেম্বর।

ফসল কাটার সময়– বীজ বপনের ৪০ থেকে ৫০ দিনের মধ্যে।

মুলো
মুলো

লাভের সম্ভাবনা- সারা বছর ধরেই বিক্রি হলেও শীতের সময় মুলোর যথেষ্ট পরিমাণে চাহিদা থাকে। এই সময়ে চাষ করে বিক্রি করতে পারলে অধিক পরিমাণে মুনাফা পাওয়া যায়।

৩) মেথি

চাষের সময়– আগস্ট থেকে নভেম্বর।

ফসল কাটার সময়– বীজ বপনের ২০ থেকে ২৫ দিন।

মেথি
মেথি

লাভের পরিমাণ– প্রতিদিনের দৈনন্দিন গৃহস্থ বাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট বা হোটেল সব ক্ষেত্রেই বর্তমানে মেথির চাহিদা রয়েছে। তাই সারা বছরের চাহিদা সম্পন্ন এই ফসল চাষ করে বিক্রি করতে পারলে গোটা বছর ধরেই রোজগারের একটি সুযোগ থাকে। পাশাপাশি মেথি গাছের পাতারও শীতকালে যথেষ্ট পরিমাণে চাহিদা থাকে।

৪) ধনেপাতা

চাষের সময়– আগস্ট থেকে নভেম্বর।

ফসল কাটার সময়- বীজ বপণের ৩০ থেকে ৪০ দিন।

ধনেপাতা
ধনেপাতা

লাভের পরিমাণ- প্রতিদিন তথা সারা বছর ধরেই ধনেপাতার চাহিদা থাকলেও ভালো ধনেপাতা বিক্রি হয় শীতকালেই। এই সময়ে ধনেপাতার চাহিদা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে। আপনি যদি শীতকাল শুরু হওয়ার আগেই ধনে পাতার চাষ করে ফেলেন তাহলে কোন ভাবেই লোকসানের সম্ভাবনা থাকবে না।

৫) গাজর

চাষের সময়– আগস্ট থেকে অক্টোবর।

ফসল কাটার সময়- বীজ বপণের ৭০ থেকে ৮০ দিন।

লাভের পরিমাণ- শীতকালের গাজরের যেমন চাহিদা থাকে তেমনি যথেষ্ট ভালো পরিমাণে লাভ করা সম্ভব।

গাজর
গাজর

উপরে উল্লেখিত মোট পাঁচটি ফসলের চাষ করে শীতের আগেই অধিক পরিমাণে মুনাফা পাওয়া যায়। তবে সব ক্ষেত্রেই ফসল কেটে সরাসরি বাজারে বিক্রি করলে অধিক পরিমাণে লাভ পাওয়া সম্ভব। যদিও বড় পরিমাণে ফসল হলে পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা যেতে পারে।

এছাড়াও আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনের চাহিদা মেটানোর ক্ষেত্রে সরাসরি রেস্টুরেন্ট বা হোটেলে সরবরাহ করতে পারেন। আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে অনলাইন মাধ্যমিকেও বেছে নিতে পারেন আপনার তৈরি করা অর্গানিক সবজি বিক্রির জন্য।

Verified Job

Verified Job — পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের চাকরি ও ব্যবসা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং ভেরিফাইড তথ্য প্রদানকারী একটি শীর্ষস্থানীয় জব নিউজ পোর্টাল। এখানে শুধুমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য খবর প্রকাশিত হয়, কোনো ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক তথ্য নয়। গত ৬ বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ দিয়ে আসছি।