CSC Business Idea:- তুমি কি এখনও বেকার? একটা ভালো ইনকামের রাস্তা খুঁজছো? এবার কেন্দ্র সরকার রাজ্য সহ দেশের সমস্ত বেকার যুবক-যুবতীদের বিনামুল্যে CSC (Common Services Centres) এর কাজের বিনামুল্যে প্রশিক্ষন দিচ্ছে।
এটি কোনো সরকারি চাকরি নয়! এটি একটি সাইবার ক্যাফের ব্যবসার মতো। তবে এই প্রশিক্ষন করে দেশের তরুণ-তরুণীরা প্রতিমাসে ভালো মানের আয় করতে পারবে। বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।
CSC Free Digital Seva আসলে কী?
মুলত CSC বা কমন সার্ভিস সেন্টার হল সরকারের তরফের একটি উদ্যোগ। যেখানে সাধারন নাগরিকেরা খুব সহজেই সরকারি সহ বিভিন্ন প্রাইভেট সেবাও নিতে পারে ডিজিটালি। যেমন সাইবার ক্যাফে থেকে আপনারা টাকা দিয়ে কাজ করো, এটিও ঠিক সেরকম তবে এই CSC সেন্টার মানে সরকারি স্বীকৃত পরিষেবা কেন্দ্র।
সরকার নতুন CSC সেন্টার খোলানোর জন্য বেকার ছেলেমেয়েদের বিনামুল্যে কাজের প্রশিক্ষন দেবে। যেখানে শেখানো হয়- কি কি কাজ করা হয় CSC সেন্টারে? কিভাবে সাধারন মানুষদের পরিষেবা দিতে হয়? ৩-৬ মাস পর্যন্ত এইসব কাজের নানা দক্ষতা শেখানো হবে। সফলভাবে এই প্রশিক্ষন শেষে সরকারি অনুমোদন প্রাপ্ত সার্টিফিকেট পাবে।
মূল উদ্দেশ্য?
এই ডিজিটাল সেবা (Digital Seva) প্রশিক্ষন করানোর মুল উদ্দেশ্য কি-
- প্রত্যন্ত গ্রাম এলাকায় ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়া।
- বেকার ছেলেমেয়েদের দক্ষ করা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
- CSC অপারেটর দের ইনকাম বাড়ানো।
- সরকারি প্রকল্পে সাধারন নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
সরকার চায় – কমন সার্ভিস সেন্টার গুলো শুধুমাত্র ডিজিটাল পরিষেবা দেওয়াই না, বরং বেকার যুবক/যুবতীদের জন্য একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রশিক্ষণে কী কী শেখানো হবে?
অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই ডিজিটাল সেবা (Digital Seva) প্রশিক্ষনে শেখানে হবে। এই প্রশিক্ষনে যা যা শেখানো হবে, তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হল-
- আধার কার্ড আপডেট।
- নতুন প্যানকার্ড বানানো।
- কৃষকবন্ধু, ফসলবীমা, বার্ধক্য ভাতা সহ সমস্ত সরকারি প্রকল্পে আবেদন।
- স্কলারশিপ ও কলেজে ভর্তির ফর্ম ফিলাপ।
- সবধরনের চাকরির আবেদন।
এই সমস্ত কাজ শেখানোর পর অনলাইনে একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ করলে সরকার স্বীকৃত শংসাপত্র পাবে।
এই প্রশিক্ষন কেন করা উচিত?
যদি তুমি এখনও বেকার হয়ে থাকো এবং একটি কর্মসংস্থানের ব্যবস্থা না হলেই নয়, তাদের জন্য এটা সেরা! এছাড়া, যারা নতুন স্কিল শিখতে চাও – ক্যারিয়েরর একটা ব্যাক-আপ প্ল্যান রাখতে চাও।
Read More:- নতুন/পুরানো OBC সার্টিফিকেট! আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে BDO অফিসে।
যারা নতুন করে সাইবার ক্যাফে ব্যবসা শুরু করতে চাইছো, তারা সরকার স্বীকৃত এই সার্টিফিকেট নিয়ে কিছু অতিরিক্ত সার্ভিস তাদের গ্রাহকদের দিতে পারবে। ইতিমধ্যে যাদের সাইবার ক্যাফে বা অনলাইন ব্যবসা আছে তারাও এই প্রশিক্ষন নিয়ে তাদের আয় বাড়াতে পারবে।
ইন্টার্নশিপের সময় ও আর্থিক সুবিধা
| প্রশিক্ষনের মেয়াদ | ৩ থেকে ৬ মাস |
| আর্থিক সহায়তা | ৩০,০০০/- টাকা মাসিক |
আবেদন প্রক্রিয়া
আগ্রহী আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে।
- প্রথমে, CSC -এর সরকারি অফিশিয়াল পোর্টালে (csc.gov.in) ভিজিট করতে হবে।
- এরপরে, CSC Digital Seva অপশনে ক্লিক করবে।
- তারপরে, রেজিস্ট্রেশন ফর্ম পূরন করতে হবে আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে।
- সবশেষে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাঙ্কের পাশবই, মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
আবেদনের তারিখ
| Online Application Date | 30 August 2025 |
| 1st Batch Started | 05 September 2025 |
Disclaimer:- এই প্রতিবেদটি শুধুমাত্র তোমাদের তথ্য দেবার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। আবেদন করার আগে সবকিছু নিজ দায়িত্বে যাচাই/বাছাই করে নেবে।

