7 Side Business:- আজকের দিনে গতানুগতিক রোজগার (Income) এর পাশাপাশি পার্শ্ব রোজগার (Side Income) ও শুরু করে দিয়েছেন বহু মানুষ। আসলে বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে টিকে থাকার জন্য শুধুমাত্র গতানুগতিক চাকরি বা ব্যবসার উপায় যে উপযুক্ত নয়, অনেকেই তা বুঝতে পেরেছেন। তাই প্রতিমাসে আরো ভালো পরিমাণে রোজগার করার জন্য নিজের অবসর সময় থেকেও কিছুটা সময় বার করে অতিরিক্ত কাজ করা যেতে পারে।
আজকের প্রতিবেদনে আমরা এমনই ৭ অতিরিক্ত কাজের সন্ধান (Business Idea) আপনাদের দিতে চলেছি, যা করলে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। সব থেকে বড় বিষয় হলো, এই কাজের উপায় গুলির জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে। বরং এক্ষেত্রে নিজের বাড়িতে বসেই নিজের সময় মত কাজ করে রোজগার করা সম্ভব।
সেরা ৭টা সাইড বিজনেসের আইডিয়া
Side Business বা অতিরিক্ত কাজের মাধ্যমে বর্তমানে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন অনেকেই। অনেক সময় এই বাড়ির গৃহিণীরা বা ছাত্র-ছাত্রীরা এই ধরনের কাজের সুযোগ বেছে নিতে পারেন না।
Read More:- কোনো কাজ না করেও ৩০ হাজার আয় হবে মাসে মাসে! এই একটি মেশিন ঘরে আনলেই।
আসলে এত বিকল্পের মধ্যে থেকে কোন বিকল্পটি আপনার জন্য সঠিক হবে, তা বোঝা অনেক সময় সম্ভব হয় না। তবে এবারের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে আপনাদেরকে জানাতে চলেছে এমনই দুর্দান্ত ৭টি Business Idea, যেখান থেকে মাস গেলে লক্ষাধিক টাকা রোজগার করে নিতে পারবেন।
১) Freelancing:
বর্তমানে কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর মত বিভিন্ন উপায়কে অতিরিক্ত কাজ হিসেবে বেছে নিয়ে বহু মানুষ রোজগার করছেন। এক্ষেত্রে অবশ্যই আপনার লেখালেখির বা পেজ ডেভেলপমেন্ট এর মত দক্ষতা গুলি থাকতে হবে।
এর ফলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিল্যান্সার হিসাবে যুক্ত হয়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে মূলত যতটা কাজ করবেন, তার ওপর নির্ভর করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রতি মাসে ৫০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বাড়িতে বসেই রোজগার করা যায়।
২) Online Marketing
বর্তমান অনলাইন যুগে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে নিজের পণ্য বিক্রয়ের জন্য সোশ্যাল মিডিয়া সাইটে এডভারটাইসিং খুব কমন হয়ে গিয়েছে। Amazon, Meesho, Flipkart ইত্যাদির মত ই-কমার্স প্লাটফর্মে নিজের পণ্য বিক্রি করে অথবা অন্যের পণ্যের লিংক শেয়ার করে রোজগার করা যায়।
নিজের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আপনি নিজের তৈরি করা জিনিস ই-কমার্স প্লাটফর্মে Advertisement এর মাধ্যমে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রতিটি পণ্য কিছু সম্পূর্ণ লাভটাই আপনার কাছে চলে আসবে।
তবে অপরদিকে Affiliate Marketing এর মাধ্যমে আপনি যদি কোন পণ্যের লিংক শেয়ার করেন, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন ঢুকবে আপনার ব্যাংক একাউন্টে। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বর্তমানে প্রত্যেক মাসে ২০,০০০ টাকা পর্যন্ত রোজগার করা যায়।
৩) Youtube Content Creator
বর্তমানে বিভিন্ন জনপ্রিয় রোজগারের পন্থার মধ্যে ইউটিউব চ্যানেল অন্যতম। ঘরে ঘরে মানুষ নিজের সারাদিনের চাকরি বা ব্যবসার পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। বিশেষ দক্ষতা সেখানেও কিংবা দৈনিক ভ্লগিংয়ের মাধ্যমে এক্ষেত্রে রোজগার করা যায়।
৪) Online Coaching
আজকের দিনে অনলাইনে তেমন কেনাকাটি বা চাকরির একাধিক সুযোগ রয়েছে, তেমনি ছাত্র-ছাত্রীদের জন্যও উপলব্ধ হয়েছে অনলাইন কোচিং ব্যবস্থা। অনেকেই অনলাইন মাধ্যমে বাড়িতে বসে পড়াশোনা করায় আগ্রহী হয়ে থাকেন।
শুধুমাত্র স্কুল পড়ুয়া ছোট ছোট ছাত্র-ছাত্রী নয়, বরং কলেজের ছাত্র-ছাত্রী বা চাকরিপ্রার্থীদেরও বিভিন্ন ধরনের জিনিস শেখানোর মাধ্যমে আপনি রোজগার শুরু করতে পারেন। অনলাইন বিভিন্ন কোচিং ব্যাচের মাধ্যমে প্রত্যেক মাসে একজন শিক্ষক বা শিক্ষিকা ৩০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।
৫) কৃষি ও পশুপালনভিত্তিক ব্যবসা:
কৃষি বা পশুপালনের দিক থেকে বর্তমান যুব সম্প্রদায়ের আকর্ষণ অনেকটাই কমে গিয়েছে। এই সময়ে আপনি যদি আপনার বাড়িতে থাকা কিছুটা অতিরিক্ত জায়গা ব্যবহার করে লাভ দায়ক বিভিন্ন ফসল উৎপাদন করতে পারেন, কিংবা সেই জায়গায় পোল্ট্রি ফার্মের মতো কোনো ব্যবসা শুরু করতে পারেন, তাহলে সেখান থেকে অধিকতর লাভ করা সম্ভব। এক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিশ্রম ছাড়াই অনায়াসে রোজগার করতে পারবেন।
৬) Drop Shipping
বর্তমান আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইনে অর্ডারের সময় অনেক ক্ষেত্রেই সরবরাহকারী সরাসরি পণ্য পাঠিয়ে দেয়। এক্ষেত্রে এই ব্যবসায় পণ্য মজুদ রাখার প্রয়োজন হয় না। এই ধরনের ব্যবসা শুরু করে প্রচুর পরিমাণে রোজগার অবশ্যই করা যায়। কিন্তু এক্ষেত্রে অবশ্যই ব্যবসা শুরু করার আগে ব্যবসার যাবতীয় ডিটেলস ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন।
৭) প্রজেক্ট ওয়ার্ক
ছাত্র-ছাত্রীদের জন্য প্রজেক্ট ওয়ার্কের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময়ই সময় না পাওয়ার কারণে অনেক ছাত্র-ছাত্রী এই প্রজেক্ট এর কাজ করতে পারেন না। এই কারণেই বাইরে থেকে বিশেষজ্ঞ মানুষের সাহায্যে প্রজেক্ট বা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা হয়। আপনার অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে এই ধরনের কাজ করে প্রতিমাসের ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারেন।

