Free GAS Connection:— পুজো এবং উৎসবের মুহূর্তে দেশের মা-বোনেদের উদ্দেশ্যে বিরাট উপহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই ঘোষণার ফলে দেশজুড়ে যেসব মহিলারা এখনো পর্যন্ত পুরনো প্রথায় চলছিলেন, তারা নতুন এই সহায়তা পেয়ে যথেষ্ট লাভবান হতে চলেছেন। কি বিষয়ে বলা হচ্ছে, তাই ভাবছেন তো?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, আরও ২৫ লক্ষ নতুন রান্নার গ্যাসের সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে দেশের মা-বোনেদের উদ্দেশ্যে দেওয়া হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার(PMUY) অধীনেই এই ২৫ লক্ষ নতুন এলপিজি সিলিন্ডার গ্যাসের সংযোগ মিলবে। এখনো পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে মহিলারা কাঠ দিয়ে, উনুনে কয়লাতেই রান্নাবান্নার কাজ করে থাকেন।
জঙ্গল থেকে কাঠ কেটে এনে রান্না করেন। বহু গ্রামাঞ্চলের মহিলাদের কয়লা জোগাড় করে নিত্যদিনের রান্নার হেসেল চালাতে হয়। এর ফলে শরীরে যেমন একটা নেতিবাচক প্রভাব পড়ে, ঠিক তেমনি পরিবেশ দূষণের মাত্রাও মাত্রাতিরিক্ত হয়ে যায়।
ফলে যাতে এই মহিলারা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করেন, তার ফলে তাদের শরীরও যেমন সুস্থ থাকবে, পাশাপাশি পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করার ফলে পরিবেশের দূষণও অনেকটাই কমে যাবে। আর সেই দিকে লক্ষ্য রেখেই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন রান্নার গ্যাসের সংযোগের সংখ্যা বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের ঘোষনা
চলতি অর্থ বর্ষে অর্থাৎ ২০২৫-২৬ আর্থিক বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ২৫ লক্ষ এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হবে। উজ্জ্বলা যোজনার অধীনে কোনোরকম ডিপোজিট ছাড়াই এই এলপিজি সিলিন্ডার কানেকশন (LPG GAS Connection) পাওয়া যাবে।
নতুন এলপিজি সিলিন্ডার কানেকশনের সঙ্গে প্রেসার রেগুলেটর, সিকিউরিটি হোস, ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড booklet পাওয়া যাবে। প্রথম সিলিন্ডার এবং স্টোভ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন ২৫ লক্ষ এলপিজি সিলিন্ডার কানেকশনে কেন্দ্রীয় সরকারের কত খরচ হবে?,
২০২৫- ২৬ আর্থিক বছরেই ২৫ লক্ষ এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হবে। এরফলে PMUY Scheme-এ মোট গ্রাহক সংখ্যা বেড়ে ১০.৫৮ কোটিতে পৌঁছে যাবে। এই নতুন গ্যাস কানেকশন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের মোট খরচ হবে ৬৭৬ কোটি টাকা।
প্রতি নতুন গ্যাস সংযোগ পিছু ২০৫০ টাকা করে খরচ করছে সরকার। ৫১২.৫ কোটি টাকা খরচ করা হবে ২৫ লক্ষ ডিপোজিট ফ্রি এলপিজি সিলিন্ডার কানেকশন দেওয়ার জন্য। কেন্দ্রীয় সরকারের তরফে সাবসিডি দেওয়ার জন্য ১৬০ কোটি টাকা খরচ করা হচ্ছে।
এখানে বলে রাখা দরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের উদ্দেশ্য এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রথম ধাপে ৫ কোটি কানেকশন দেওয়া হয়েছিল। এবার তা ১০ কোটি গ্রাহক সংখ্যা স্পর্শ করতে চলেছে।
কি ডকুমেন্টস লাগবে?
- মহিলা আবেদনকারীর আধার কার্ড।
- ভোটার আইডি কার্ড।
- রেসিডেন্সিয়াল প্রুফ।
- প্যান কার্ড।
- আবেদনকারী মহিলার নামে বিদ্যুৎ /জল /গ্যাস বিল।
- BPL বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত রেশন কার্ড।
- পাসপোর্ট থাকলে দেখাতে হবে।
- আবেদনকারীর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের ছবি।
- জন্মশংসাপত্র অথবা বয়সের প্রমাণপত্র।
- পূর্বে LPG কানেকশন না থাকার ঘোষণাপত্র।
- SC/ ST সার্টিফিকেট।
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আবেদনকারী মহিলার নামে হতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্টের IFSC কোড সহ জমা দিতে হবে।
LPG সিলিন্ডার দেওয়ার নিয়ম
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যে ২৫ লক্ষ নতুন গ্যাস কানেকশন দেওয়া হবে সে ক্ষেত্রে গ্রাহকেরা নিজেদের প্রয়োজন মত সিলিন্ডার বেছে নিতে পারবেন।
১৪.২ কেজির সিঙ্গেল কানেকশন, ৫ কেজির সিঙ্গেল কানেকশন, ৫ কেজির ডবল কানেকশন যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ছাড় পাওয়া যাবে।প্রতিবছর এই প্রকল্পের অধীনে নয়টি এলপিজি সিলিন্ডার পাবেন।
তাহলে আর দেরি না করে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া উৎসবের মরশুমে এই বিনামূল্যে এলপিজি সিলিন্ডার কানেকশনের যে উপহার তা গ্রহণ করুন।
Read More:—

